হ্যামট্রাম্যাক, ২২ জুলাই : বাংলাদেশি সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠতে চলেছে মিশিগানের হ্যামট্রাম্যাক শহর। আগামী ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত তিনদিনব্যাপী বাংলা টাউন মেলা ২০২৫। জোসেফ ক্যাম্প সড়কে আয়োজিত এই উৎসব চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত।
মেলায় সংগীতপ্রেমীদের জন্য প্রধান আকর্ষণ হয়ে থাকছেন কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমস। এছাড়াও মঞ্চ মাতাবেন দেশ ও প্রবাসের বিভিন্ন জনপ্রিয় শিল্পীবৃন্দ, যাঁরা আধুনিক গান, লোকসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করবেন।
ফেস্টিভাল শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মেলা প্রাঙ্গণজুড়ে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া থাকবে সর্বব্যাপী। মুখরোচক দেশীয় খাবার ও স্ন্যাকসের স্টল, কুটির শিল্প ও হস্তশিল্প পণ্যের দোকান, পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দেশীয় সামগ্রী দর্শকদের কাছে পৌঁছে দেবে প্রবাসের ঘ্রাণ।
উৎসবের মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন এমএনএস হোম লোনের কর্ণধার নাসির সবুজ। তার আন্তরিক উদ্যোগে এই আয়োজন প্রবাসে বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশি সংস্কৃতি ও প্রবাসীদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে এবারের ফেস্টিভালও হয়ে উঠবে এক মহাসংযোগের প্ল্যাটফর্ম, এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা।
বাংলা টাউন মেলায় অংশগ্রহণের জন্য স্টল বুকিং চলছে। আগ্রহী উদ্যোক্তাগণ নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন:
শুভ কামাল : ৯২৯-২৪৭-০৯৩৬
ইভান : ২০৩-৫৮৭-০৫৭৭
তানভীর : ৫৮৬-৬৬৩-৬৩৭৯
নাহিল : ৫৮৬-৩৫৪-০৭৬২
বকুল : ৩১৩-৩৭৭-৩৩৩১
পারভেজ : ৩৪৭-৪৫৯-৫৯৮২
হিমেল : ৩৪৭-৪৮৪-৪৯০২
মেলা সফলে গঠিত হলো প্রস্তুতি কমিটি ও উপদেষ্টা পরিষদ
আসন্ন বাংলা টাউন মেলা ২০২৫-কে সুন্দর, সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই একটি শক্তিশালী আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
আহ্বায়ক: বকুল তালুকদার।
যুগ্ম আহ্বায়ক: সালেহ আহমদ বাদল, শুভ কামাল, নাজমুল হোসেন শোভন, ফয়সল আহমদ মুন্না, আমিনুল ইসলাম তুষার।
সদস্য সচিব: রুম্মান আহমদ ইভান।
যুগ্ম সচিব: মাহফুজ আহমদ শাহিন এবং শাহেল আহমদ।
প্রচার সম্পাদক: পারভেজ আহমদ।
সহ-প্রচার সম্পাদক: আরিফ আরমান জিসান।
সদস্যবৃন্দ:
তানভীর আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল মান্না, ফারুক মিয়া, কামরুল হাসান, সোহেল আহমদ, জাহাঙ্গীর হোসেন, তাজুল ইসলাম সাজু, তাজুল ইসলাম, আহমেদ সেবুল, আফসার আহমদ, খাজা আফজাল হোসেন, মাহবুবুর রহমান নাহিল, এ জে আনোয়ার, রেজাউল হাসান, ফরহাদ আহমদ, রাজ রহমান, ফয়জুল ইসলাম, শিমুল দত্ত, জাবের চৌধুরী, সুবিন, আফজাল হোসেন, খোকন খান, শাহরিয়ার হোসেন, হাসিন আহমদ, মাহবুব হোসেন, ইমতিয়াজ আহমদ, জামিল আহমদ, মোশারফ হোসেন, কাজি ইসলাম, সুলতান আহমদ, সাফাত আহমেদ, শামসুল আলম মামুন, তোফায়েল হোসাইন, আলী চৌধুরী, মিথুন সূত্রধর, আহমেদ আদিল।
কমিটির পাশাপাশি একটি অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে, যাঁরা সার্বিক দিকনির্দেশনা দিয়ে উৎসব আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন:
আকিকুল হক শামীম, আব্দুল মুহিত মুক্তা, লিয়াকত আলী, সিরাজুল ইসলাম শিরুল, শাহাব উদ্দিন, কিবরিয়া লস্কর, আব্বাস উদ্দিন মিয়া, জাফর আহমদ মালিক এবং শামছুল হুদা পাশা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan