মাধবপুর, (হবিগঞ্জ) ২৪ জুলাই : হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিগত ১৬ বছর ধরে বিএনপি লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন। এখন দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ মনে করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসী আশা করছে— নির্ধারিত সময়েই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে মাধবপুরের একটি কনভেনশন হলে উপজেলা পৌর সভার বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও হাজী অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তুফা কামাল বাবুল, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সেক্রেটারি কবির খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, চেয়ারম্যান মীর খুরশেদ আলম,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক হাজি ফিরুজ মিয়া প্রমুখ। ১১ টি ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan