গতকাল (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর শতশত মানুষের উপস্থিতিতে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম)-এর উপদেষ্টা সুমন কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অফ ইউএসএ ইনক এর ট্রাস্টি বোর্ড সদস্য জুনেদ চৌধুরী (নিউ ইয়র্ক), বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাশিম হাসনু (নিউ ইয়র্ক), বাংলাদেশ সোসাইটি অফ ইউএসএ ইনক এর সভাপতি আতাউর রহমান সেলিম (নিউ ইয়র্ক), প্রবাসের নিউজের সম্পাদক জুয়েল সাদাত (ফ্লোরিডা), বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল (নিউ ইয়র্ক), ফিটজেরাল্ড হাই স্কুলের সাবেক ফুটবল কোচ গ্যারি স্কোপ, ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক, সিটি অফ ওয়ারেনের কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (বাম) সভাপতি জাবেদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (বাম) ট্রাস্টি মতিন চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (বাম) উপদেষ্টা, আহাদ আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (বাম) উপদেষ্টা লুৎফর বারী নিয়ন।

মেলার মাঠে সন্ধ্যার পর মানুষের ঢল নামে। তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-শিশু, সবাই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মেলায় অংশ নেন। মেলায় ছিল নানা পণ্যের বাহারি স্টল এবং মুখরোচক দেশীয় খাবারের সম্ভার। প্রতিটি স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়। দেশীয় খাবার আর পোশাকের স্টলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান, ছবি তোলেন, কেউ কেউ আবার ফেসবুক লাইভে মেলার আনন্দ ভাগ করে নেন।
প্রথম দিনেই সংগীতমঞ্চ হয়ে ওঠে প্রাণের কেন্দ্র। লোকগানের জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী, বাউল সম্রাট কালা মিয়া, এবং উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগীতশিল্পীদের পরিবেশনায় দর্শকেরা মেতে ওঠেন গানে, নৃত্যে ও করতালিতে।
আজ দ্বিতীয় দিন, মঞ্চ মাতাবেন জনপ্রিয় আধুনিক সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম। সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য ও আনন্দময় উৎসবের অনন্য এ মিলনমেলা চলবে আজ রাত ১১টা পর্যন্ত।