মাধবপুর (হবিগঞ্জ), ৪ আগস্ট : দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার পর আহাদ আলী (৩০) নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে আখাউড়া-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার চাঙ্গারবাজার এলাকার কাছে রেললাইনের পাশে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা আল মাসুদ লোকমান জানান, ঘটনাটি ছড়িয়ে পড়লে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহাদকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও তথ্য ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্ত হয়। তিনি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার নুর আলীর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গুরুতর আহত আহাদ আলীর পুরোপুরি জ্ঞান ফিরেনি। উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা তাকে সিলেট শহরের একটি হাসপাতালে নিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে আহাদ বলেছেন যে, দুর্বৃত্তরা তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কী উদ্দেশ্যে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আমরা মুমূর্ষু অবস্থায় আহাদ আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তার বাবা এসে তাকে নিয়ে গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan