আমেরিকা , মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা গ্র্যান্ড ব্ল্যাঙ্কে গির্জায় হামলা, নিহত ৪ মিশিগানে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ১৮ বছর বয়সী যুবক নিহত, তিনজন গ্রেপ্তার মিশিগানে স্বামী হত্যার মামলায় নারীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ওয়ারেনে অটো-প্ল্যান্টে যানবাহন চুরির অভিযোগে তিনজন অভিযুক্ত ডেট্রয়েট ফ্রিওয়েতে যাত্রীকে ছুরিকাঘাত, এক ব্যক্তি আটক মেয়রের ঘোষণায় ইতিহাসের  সূচনা : সাগিনাও পেল ‘মৃধা পিচ পথ’ শেলবি টাউনশিপে গ্যাস স্টেশনে  ছুরিকাঘাতে নারী নিহত, সন্দেহভাজন আটক দুর্গাপূজা : ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ডেট্রয়েটের ইয়েমেনি সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জ : ট্রাম্পের  ভ্রমণ নিষেধাজ্ঞা মিশিগানে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা, শুভ মহালয়া আজ  ইউনিভার্সিটি অব মিশিগানে ছুরিকাঘাত, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রচেস্টার স্কুলের পার্কিং লটে নারীর মৃতদেহ, তদন্ত চলছে জামায়াতসহ ছয় রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ আজ ঢাকায় ৩১৩ কোডের শেষের ঘণ্টা : ৬৭৯ কোডে  অক্টোবর থেকে ১০-সংখ্যার ডায়ালিং শুরু সাউথ লিওন স্কুলে সাইবার আক্রমণে ক্লাস দ্বিতীয় দিনও স্থগিত ওয়েইন কাউন্টিতে ২০২৫ সালে প্রথম ওয়েস্ট নাইল ভাইরাস মৃত্যু

সিলেটে চা শ্রমিক নারীদের অধিকার ও উন্নয়ন নিয়ে সংলাপ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৯:৫৮ পূর্বাহ্ন
সিলেটে চা শ্রমিক নারীদের অধিকার ও উন্নয়ন নিয়ে সংলাপ
সিলেট, ১৫ আগস্ট :  চা শ্রমিক নারীদের অধিকার নিশ্চিত ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সিলেট সদর উপজেলার হলরুমে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংস্থা আর.ডব্লিউ.ডি.ও এর আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন “এমপাওয়ারিং টি ওয়ার্কার্স থ্রো ট্রান্সফরমেটিভ লিডারশিপ ইন টি গার্ডেন সেক্টরস অব বাংলাদেশ” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “চা শ্রমিক নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।” তিনি সরকারি বিভিন্ন সেবা কার্যক্রমে চা শ্রমিকদের সম্পৃক্ত করার আশ্বাস দেন।
আর.ডব্লিউ.ডি.ও-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত-এ-ইলাহি, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরীন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা তথ্য সেবা অফিসার সুবর্ণা দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর সিলেট এর সহকারী মহাপরিচালক (সাঃ) অনিরুদ্দ মহালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোস্না  রানী বিশ্বাস,  ইউপি সদস্য হৃদেশ মুদি, ইউপি সদস্য দিপালী গোয়ালা, ইউপি সদস্য মোঃ আতাউর রহমান শামিম,  ব্লাস্টের কর্ডিনেটর সত্যজিত দাস, রিডো বাংলাদেশের নিবার্হী পরিচালক মোঃ নাসির উদ্দিন, এনজিও ফোরামের রিজিওনাল ম্যানেজার মো মখসুদুর রহমান, এফআইভিডিবির প্রোগ্রাম  কর্ডিনেটর নজরুল  ইসলাম মনজুর, সিলেট যুব একাডেমি সুপারভাইজার  ডালিয়া জামান, খাদিম চা বাগান পঞ্চায়েতের সভাপতি সবুজ তাতীঁ, বুরজান চা বাগান পঞ্চায়েতের সভাপতি বিলাশ ব্যানাজি , আলী বাহার চা বাগান পঞ্চায়েতের সভাপতি শ্যামা চরণ গোয়ালা, মালনীছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি জিতেন সবর, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েতের সভাপতি সোহেল বিশ্বাস, তারাপুর চা বাগান পঞ্চায়েতের সভাপতি চৈতন্য মুদি, আর.ডব্লিউ.ডি.ও এর প্রোগ্রাম ফাউনেন্স এন্ড এডমিন মোঃ মহসিন রেজা, সাংবাদিক লোকমান আহমদ সাংবাদিক রেজুয়ান আহমদ।
উপস্থিত ছিলেন, আর.ডব্লিউ.ডি.ও এর  প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ, একাউন্স অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড  অফিসার সোনিয়া দারিং, কমিউনিটি  ফ্যাসিলেটর এলি দাস, কমিউনিটি  ফ্যাসিলেটর সোমা বেগম, কমিউনিটি  ফ্যাসিলেটর শম্পা রানী চাষা প্রমুখ।
সংলাপে লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, আলীবাহার, খাদিম এবং বুরজান এই ছয়টি চা বাগানের চা শ্রমিক নারীরা অংশগ্রহণ করেন। 



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স