আমেরিকা , শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ , ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাঁধে ঢাকার দায়িত্ব ডেট্রয়েটে আইসিই কার্যক্রমে সীমাবদ্ধতা চান কাউন্সিলর সান্তিয়াগো-রোমেরো হার্পার উডসে গুলিতে একজন নিহত, প্রেমিক গুরুতর আহত প্রেমিককে ১৪ বার ছুরিকাঘাত : ক্লিনটন টাউনশিপের নারী দণ্ডিত ডেট্রয়েটে আইসিই-বিরোধী বিক্ষোভ হ্যামট্যাম্যাক শহরে বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ মিনেসোটায় হত্যার প্রতিবাদে ডেট্রয়েটে বিক্ষোভ ওরিয়ন টাউনশিপের ক্রোগার দোকান ইঁদুরের কারণে সাময়িক বন্ধ ওয়ারেনের এক যুবক পন্টিয়াকে গুলিতে নিহত মিশিগানে আগেভাগেই আঘাত হেনেছে ফ্লু শরিয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক নিহত কারাগারে যৌন অসদাচারের অভিযোগে প্রাক্তন কারা কর্মকর্তা অভিযুক্ত ফ্লু সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৫ হাজার মৃত্যু, ২৫ বছরের রেকর্ড ভাঙল তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ঢাকায় যোগদান ১২ জানুয়ারি নতুন জন্মের আনন্দের সঙ্গে নগদ সহায়তা, ডেট্রয়েটের সাহসী উদ্যোগ রচেস্টারে গিবস–সেন্ট ব্রাউনের লাইফ-সাইজ কেক আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু

ওয়ারেনে ‘ফ্যামিলি সেফটি ডে’ : নিরাপত্তা ও সচেতনতায় কমিউনিটির উচ্ছ্বাস

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:১৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:১৮:৪৬ অপরাহ্ন
ওয়ারেনে ‘ফ্যামিলি সেফটি ডে’ : নিরাপত্তা ও সচেতনতায় কমিউনিটির উচ্ছ্বাস
ওয়ারেন, আগস্ট ১৬ :সিটি অফ ওয়ারেন ক্রাইম কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো “ফ্যামিলি সেফটি ডে”। আজ শনিবার হালমিচ পার্কের নর্থ প্যাভিলিয়নে দিনব্যাপী এ তথ্যবহুল ও সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অংশ নেয় ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্ট, ওয়ারেন CERT (কমিউনিটি ইমার্জেন্সি রেসপন্স টিম), CARE অফ সাউথইস্টার্ন মিশিগান এবং ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর অফিস।
ওয়ারেন ক্রাইম কমিশনের সেফটি ডে সাব-কমিটির দায়িত্বে ছিলেন  ক্রাইম কমিশন চেয়ারম্যান এঞ্জেলা মিডলসওর্ট, ক্রাইম কমিশনার সুমন কবীর, ক্রাইম কমিশনার কায়লা প্রভেজনিক, ক্রাইম কমিশনার জেডি মার্শাল, ক্রাইম কমিশনার ট্রেসি আলম এবং ক্রাইম কমিশনার জা জা বোকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রাইম কমিশন সেক্রেটারি ট্রেসি এন্ট্রিকিন্স, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিন, ক্রাইম কমিশনার রেক্স মার্শাল, ক্রাইম কমিশন ভাইস প্রেসিডেন্ট জে জ্যাকসন, ক্রাইম কমিশনার নাজিম আহমেদ এবং ক্রাইম কমিশনার জন হারিসন।

আয়োজকদের মধ্যে ক্রাইম কমিশন চেয়ারম্যান এঞ্জেলা মিডলসওর্ট ও ক্রাইম কমিশনার সুমন কবীর জানান, ওয়ারেন ক্রাইম কমিশন প্রতি বছরই এই আয়োজন অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সিটির জনগণের জনসচেতনতা বৃদ্ধি এবং সংকটময় পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতন করতেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। তথ্যবহুল ও সচেতনতামূলক ইভেন্টে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা, স্বাস্থ্য ও কমিউনিটি সেবাসংক্রান্ত নানা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে  সকলের জন্য বিনামূল্যে আইসক্রিমের ব্যবস্থা করা হয়। পাশাপাশি ছিল খাবারের ভেন্ডর, যা উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
নাগরিকদের সচেতনতা বৃদ্ধির জন্য অপরাধ প্রতিরোধ বিষয়ক পরামর্শ, নিরাপত্তা নির্দেশিকা এবং স্মোক ডিটেক্টর প্রোগ্রামে নাম নিবন্ধনের ব্যবস্থা ছিল। জরুরি সেবায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য CERT CPR ডেমোনস্ট্রেশন ও সাইন-আপের সুযোগ রাখা হয়।
এছাড়াও ওভারডোজ প্রতিরোধ সংক্রান্ত তথ্য, রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষার সুবিধা, ড্রোন প্রদর্শনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অফিসারদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।
আয়োজকদের মতে, এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদন নয়, বরং নাগরিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়ে সচেতন করে তোলার একটি কার্যকর উদ্যোগ।
“ফ্যামিলি সেফটি ডে” অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মেকফল, ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, মিশিগান ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টের জজ স্টিভেন বিডা, ওয়ারেন সিটি কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মওর, ওয়ারেন মেয়র প্রো-টেম কাউন্সিলম্যান ডেভ ডওয়ার, ওয়ারেন কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি, ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স, ওয়ারেন পুলিশ ক্যাপ্টেন পল হুটাস এবং ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্ট চিফ উইলবার্ট ম্যাকঅ্যাডাম।
এছাড়াও বাংলাদেশি আমেরিকান কমিউনিটি থেকে পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা হাজী নাজিম আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাভেদ চৌধুরী, বামের তত্ত্ব ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরী, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলম ও তাঁর পরিবার, বাংলাদেশি আমেরিকান সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, ফয়সল আহমেদ মুন্না, সাহেল আহমেদসহ অসংখ্য বাংলাদেশি আমেরিকান পরিবার।
তারা তাদের ছোট সন্তানদের নিয়ে ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্টের সরবরাহকৃত পানির ফোয়ারায় গরমের দুপুরে আনন্দ উপভোগ করেন এবং ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের গাড়িতে চড়ে পুলিশ ডিপার্টমেন্টের কার্যক্রম সম্পর্কে জ্ঞানার্জন করেন। জাভেদ চৌধুরী ও নিজাম আহমেদ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, জজ স্টিভেন বিডা, ফায়ার ডিপার্টমেন্ট চিফ উইলবার্ট ম্যাকঅ্যাডাম, ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স, ওয়ারেন পুলিশ ক্যাপ্টেন পল হুটাস, কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি এবং কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মওর তাঁদের বক্তব্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ওয়ারেন ক্রাইম কমিশনকে এই সফল আয়োজনের জন্য সাধুবাদ জানান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিচয় চুরি ও ওয়্যার ফ্রডের অভিযোগে নোভির ব্যক্তির দোষ স্বীকার

পরিচয় চুরি ও ওয়্যার ফ্রডের অভিযোগে নোভির ব্যক্তির দোষ স্বীকার