আমেরিকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক ও ওয়ারেনে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ ওয়ারেনে ‘ফ্যামিলি সেফটি ডে’ : নিরাপত্তা ও সচেতনতায় কমিউনিটির উচ্ছ্বাস জন্মাষ্টমীতে সেনাপ্রধানের বার্তা : সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করুন গভর্নরের নিয়োগে এসভিএসইউ বোর্ডে ড. দেবাশীষ মৃধা শুভ জন্মাষ্টমী আজ ডেট্রয়েট কবরস্থানে মিলল নিখোঁজ কিশোরের মৃতদেহ ‘সেক্স হিস্টেরিয়া’র ছন্দে ডেট্রয়েট কাঁপালেন জেসি মারফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ মিশিগানে অনিবার্য কারণে পিছিয়ে গেল ‘বিশ্ব সিলেট সম্মেলন-২৫’ শিশু যৌন নির্যাতনের অভিযোগে  মিশিগানের প্রাক্তন বাসিন্দা গ্রেপ্তার মিশিগানে ৭ মিলিয়ন ডলারের অবৈধ ওপিওয়েড চক্রে ৪ জন অভিযুক্ত ডেট্রয়েট ও শহরতলিতে সাশ্রয়ী আবাসনের ঘাটতি, সমাধানে জোরদার উদ্যোগ টাসকোলা কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬ হ্যামট্রাম্যাকের দুই কাউন্সিলর জালিয়াতির অভিযোগে আদালতে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই বিএনপির মূল রাজনীতি : তারেক রহমান মেট্রো ডেট্রয়েটে তীব্র বজ্রঝড়ের সতর্কতা স্বামীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মিশিগান নারী দোষী সাব্যস্ত নির্বাচনী জালিয়াতির অভিযোগে হ্যামট্রাম্যাক কাউন্সিলের দুই সদস্য অভিযুক্ত ডেট্রয়েট পুল পার্টিতে তর্ক-বিতর্কের জেরে ছুরিকাঘাতে ২ জন নিহত, আহত ২

ডেট্রয়েটে টেট ম্যাকরের ঝলমলে নৃত্য ও সঙ্গীতময় রাত

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১০:১৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১০:১৭:১৮ পূর্বাহ্ন
ডেট্রয়েটে টেট ম্যাকরের ঝলমলে নৃত্য ও সঙ্গীতময় রাত
ভক্তদের উচ্ছ্বাসে লিটল সিজার্স এরিনা, টেট ম্যাকরের জমজমাট পারফরম্যান্স/Adam Graham, The Detroit News

ডেট্রয়েট, ১৭ আগস্ট : শনিবার রাতে মোটর সিটিতে কানাডিয়ান পপ গায়িকা টেট ম্যাকরে তার প্রথম অ্যারেনা শোতে দর্শকদের মাতালেন। বিক্রি হয়ে যাওয়া লিটল সিজার্স এরিনায় তার নাচ, চুলের ঝাঁকুনি আর শক্তিশালী পরিবেশনায় জমে ওঠে পুরো রাত। আসছে ১৩ অক্টোবর তিনি একই ভেন্যুতে দ্বিতীয় বিক্রি হয়ে যাওয়া শোতে আবার ফিরবেন।
২২ বছর বয়সী ক্যালগারির এই শিল্পী প্রায় ৯০ মিনিট মঞ্চ মাতান। দুই ডজনেরও বেশি গান, তিনবার পোশাক পরিবর্তন আর নৃত্যশিল্পীদের সঙ্গে অসংখ্য জটিল কোরিওগ্রাফি পরিবেশন করে তিনি দর্শকদের মুগ্ধ করেন। তার তিনটি স্টুডিও অ্যালবামের গান শোনানো হলেও বিশেষ গুরুত্ব পায় এ বছরের “So Close to What”, যা বিলবোর্ড ২০০ অ্যালবামে এক নম্বরে আত্মপ্রকাশ করেছে—তার ক্যারিয়ারের প্রথম শীর্ষস্থানীয় সাফল্য।
ম্যাকরে মূলত নাচ দিয়েই জনপ্রিয়তা পান। মাত্র ১৩ বছর বয়সে “So You Think You Can Dance: The Next Generation” শো-তে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। তাই গান যতটা, নৃত্য তার শিল্পীসত্তার আরো বড় পরিচয়। শনিবারের শোতেও তা স্পষ্ট হয়ে ওঠে—মঞ্চজুড়ে তার শক্তিশালী নৃত্য, চপল উপস্থিতি ও উজ্জ্বল পারফরম্যান্স।
তবে সমালোচকরা মনে করছেন, তার গান সমসাময়িক পপ তারকাদের মতো এখনো তেমন গভীর ছাপ ফেলতে পারেনি। অনেক সময় তিনি দর্শকদের সঙ্গে সরাসরি মেলবন্ধনের চেয়ে মঞ্চের ক্যামেরায় মনোযোগী ছিলেন, যা বিশাল পর্দায় ভেসে উঠলেও শ্রোতাদের সঙ্গে প্রত্যক্ষ সংযোগকে দুর্বল করেছে। তবু ভিড়ভর্তি এরিনায় চিৎকারে মেতে থাকা কিশোর-তরুণ ভক্তদের কাছে এটি কোনো বাধা ছিল না। তারা প্রাণভরে গেয়েছেন “Rubberband”, “Greedy” থেকে শুরু করে একের পর এক গান।
শোতে ব্রিটনি স্পিয়ার্স-পরবর্তী প্রজন্মের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করলেও, গান নির্বাচনে আরও শক্তিশালী হওয়া দরকার বলে মনে করছেন অনেকেই। যেমন “Sports Car”—রায়ান টেডার প্রযোজিত হিট গানটি দর্শকদের মাতালেও গানে তার ব্যক্তিত্ব আরও জোরালোভাবে ফুটিয়ে তোলার প্রয়োজন আছে।
অনুষ্ঠানের মাঝপথে একটি বি-স্টেজে গিয়ে তিনি ছোট পরিসরে কিছু প্রাথমিক ইউটিউব হিট পরিবেশন করেন—যেমন “That Way”, “Rubberband”, “One Day”। পিয়ানোতে বসে গাওয়া সেই অংশ ছিল সবচেয়ে অন্তরঙ্গ ও সংযোগময় মুহূর্ত, যদিও তা বেশ সংক্ষিপ্ত ছিল।
মূলত, শনিবারের এই অনুষ্ঠান ছিল ভক্তদের জন্য এক উৎসব। টেট ম্যাকরে দেখালেন তিনি প্রযুক্তিগতভাবে কতটা দক্ষ নৃত্যশিল্পী ও পরিবেশক। এখন তার সামনে চ্যালেঞ্জ হলো—সেই দক্ষতাকে শক্তিশালী গান ও মানবিক ছোঁয়ার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা।
শো শুরু করেছিলেন সুইডিশ পপ তারকা জারা লারসন। প্রায় ৪৫ মিনিটের পরিবেশনায় “Pretty Girls” থেকে “Midnight Sun” পর্যন্ত গান গেয়ে তিনি মঞ্চে উচ্ছ্বাস ছড়ান। বিশেষ করে আসন্ন পঞ্চম অ্যালবামের শিরোনাম ট্র্যাক “Midnight Sun” গানটি দর্শকদের মধ্যে ভিন্ন স্বাদ জাগায়, যা অনেকের কাছে ম্যাডোনার “Ray of Light”-এর ইলেকট্রনিক আবহের কথা মনে করিয়ে দেয়।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে টেট ম্যাকরের ঝলমলে নৃত্য ও সঙ্গীতময় রাত

ডেট্রয়েটে টেট ম্যাকরের ঝলমলে নৃত্য ও সঙ্গীতময় রাত