ঢাকা, ১৭ আগস্ট : বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান-২১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য রাত সোয়া ৮টার দিকে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেন।
তিনি জানান, ‘গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম গুলশান এলাকায় অভিযান চালিয়ে সাথীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার নাসিরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রয়েছে, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।’
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan