আমেরিকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়্যারলেস বার্তা ফাঁস : সিএমপির কনস্টেবল গ্রেপ্তার আটলান্টায় বর্ণাঢ্য উৎসবে ৩৯তম ফোবানা, শুরু ২৯ আগস্ট মিশিগানের বিশ্ববিদ্যালয়গুলোতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়ক প্রোগ্রাম হুমকির মুখে হ্যামট্রাম্যাকের বিখ্যাত ‘ইয়েমেন  ম্যুরাল’ সংরক্ষণ নিয়ে টানাপোড়েন ডেট্রয়েটে প্রথম খাদ্য কম্পোস্টিং পাইলট প্রোগ্রাম চালু হ্যামট্রাম্যাক ও ওয়ারেনে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ ওয়ারেনে ‘ফ্যামিলি সেফটি ডে’ : নিরাপত্তা ও সচেতনতায় কমিউনিটির উচ্ছ্বাস জন্মাষ্টমীতে সেনাপ্রধানের বার্তা : সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করুন গভর্নরের নিয়োগে এসভিএসইউ বোর্ডে ড. দেবাশীষ মৃধা শুভ জন্মাষ্টমী আজ ডেট্রয়েট কবরস্থানে মিলল নিখোঁজ কিশোরের মৃতদেহ ‘সেক্স হিস্টেরিয়া’র ছন্দে ডেট্রয়েট কাঁপালেন জেসি মারফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ মিশিগানে অনিবার্য কারণে পিছিয়ে গেল ‘বিশ্ব সিলেট সম্মেলন-২৫’ শিশু যৌন নির্যাতনের অভিযোগে  মিশিগানের প্রাক্তন বাসিন্দা গ্রেপ্তার মিশিগানে ৭ মিলিয়ন ডলারের অবৈধ ওপিওয়েড চক্রে ৪ জন অভিযুক্ত ডেট্রয়েট ও শহরতলিতে সাশ্রয়ী আবাসনের ঘাটতি, সমাধানে জোরদার উদ্যোগ টাসকোলা কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬ হ্যামট্রাম্যাকের দুই কাউন্সিলর জালিয়াতির অভিযোগে আদালতে

হ্যামট্রাম্যাকের বিখ্যাত ‘ইয়েমেন  ম্যুরাল’ সংরক্ষণ নিয়ে টানাপোড়েন

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:০৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:০৪:৩৮ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকের বিখ্যাত ‘ইয়েমেন  ম্যুরাল’ সংরক্ষণ নিয়ে টানাপোড়েন
হ্যামট্রাম্যাকের শিবা রেস্তোরাঁর পাশে অবস্থিত বিখ্যাত ইয়েমেন ম্যুরাল/Photo : Andy Morrison, The Detroit News

হ্যামট্রাম্যাক, ১৭ আগস্ট : হ্যামট্রাম্যাকের প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত “ইয়েমেন ম্যুরাল” পুনর্নির্মাণের ঝুঁকিতে পড়ায় শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রদায় নেতারা ও স্থানীয় সংগঠনগুলো বলছে, এ শিল্পকর্ম শুধু একটি চিত্র নয়, বরং শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ইয়েমেনি সম্প্রদায়ের পরিচয়ের প্রতীক।
২০১৩ সালে চিলির শিল্পী দাসিক ফার্নান্দেজ এ ম্যুরালটি আঁকেন। দুই বছর ধরে চলা প্রকল্পটির ব্যয় হয়েছিল প্রায় ২০ হাজার ডলার। এতে ইয়েমেনের সোকোত্রা দ্বীপ, ড্রাগন ব্লাড ট্রি এবং ইসলামি শিল্প-স্থাপত্যের উল্লেখ রয়েছে। “চরম প্রান্তিকতার সময়ে হ্যামট্রাম্যাকের বেড়ে ওঠা ইয়েমেনি জনগোষ্ঠীকে উপস্থাপন করাই ছিল লক্ষ্য,” বলেন ওয়ানহ্যামট্রামকের প্রাক্তন নির্বাহী পরিচালক বিল মেয়ার, যিনি প্রকল্পটি শুরু করেছিলেন।
কিন্তু বর্তমানে ম্যুরালের পাশের খালি জমির মালিক সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছেন। ২০২০ সালেও তিনি একই চেষ্টা করেছিলেন, তবে তখন সম্প্রদায়ের চাপের মুখে জমি ইসলামিক সেন্টারের কাছে লিজ দেওয়া হয় এবং পার্ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। পরে সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং জমির লিজ বাতিল হয়। ফলে আবারও ম্যুরালটি হুমকির মুখে।
ক্রিস্টোফার স্নাইডার, হ্যামট্রাম্যাকের শিল্প সংগঠন হ্যাচ আর্ট-এর পরিচালক, বলেন, “প্রতিটি সংস্কৃতির কিছু প্রতীক দরকার যা মানুষকে বলে, ‘এটি আমাকে প্রতিনিধিত্ব করে।’ এই ম্যুরাল সেই প্রতীক, যা হ্যামট্রাম্যাকের বহুসাংস্কৃতিক বৈচিত্র্যের উদযাপন।”
হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলের সদস্য ও ইয়েমেনি বংশোদ্ভূত মোহাম্মদ আলসোমিরি, যিনি ম্যুরালসংলগ্ন ভবনের মালিক জানান, তিনি ম্যুরাল সংরক্ষণের পরিকল্পনা করছেন, যদিও বিস্তারিত দেননি।
শহরের মেয়র আমের গালিব বলেছেন, “ইয়েমেন ম্যুরাল ইয়েমেনি সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এবং এটি শহরকে প্রাণবন্ত করে তোলে। আমরা সংরক্ষণে চেষ্টা করছি, কিন্তু মালিককে তার জমিতে নির্মাণ থেকে আটকাতে পারি না। আশা করি আলোচনা করে সমাধান খুঁজে পাওয়া যাবে।”
মেয়রসহ অনেকেই মনে করেন, সমাধান হতে পারে মালিকের সাথে পুনরায় আলোচনা করে নতুন লিজ চুক্তি করা, জমি ইজারা নিতে অন্য কোনও সংস্থা খুঁজে বের করা, অথবা ম্যুরালটিকে ঐতিহাসিক ল্যান্ডমার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া। বিকল্প না থাকলে উচ্চ-রেজোলিউশনের ছবি সংরক্ষণ ও শহরের চারপাশে ব্যানার আকারে প্রদর্শনের কথাও ভাবা হচ্ছে। “এটি শুধু ইয়েমেনিদের নয়, হ্যামট্রাম্যাকের সকল বাসিন্দাকে একত্রিত করে,” বলেন মেয়র। “এই শিল্পকর্ম আমাদের বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক। তাই এর সংরক্ষণ অত্যন্ত জরুরি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের গুজব উড়িয়ে দিল প্রশাসন

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের গুজব উড়িয়ে দিল প্রশাসন