আমেরিকা , শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেল আইলে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিগেটর অবশেষে ধরা পড়ল পুলিশের কিশোরী সেজে ফাঁদ, ধরা পড়লেন যৌন অপরাধী সিনাই-গ্রেস হাসপাতালে যৌন নির্যাতন :  ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি বিচারকের নির্দেশে উচ্চ আদালতে ব্যাংক ডাকাতি মামলা ডেট্রয়েটে শিশু দারিদ্র্য রেকর্ড উচ্চতায় : অর্ধেকেরও বেশি শিশু দারিদ্র্যের নিচে ফেডারেল তদন্তে ডেভিড টেলরের গির্জা  থেকে সোনা, নগদ অর্থ ও যৌন ভিডিও উদ্ধার কানাডা-মার্কিন প্রবেশ বন্দরে সিস্টেম বিভ্রাট মাউন্ট ক্লেমেন্সে পতিতাবৃত্তি মামলায় ট্রয়ের নারীকে দুই মাসের কারাদণ্ড টরন্টোয় ইতিহাস রচিত : প্রথমবারের মতো উডবাইন বিচে মা দুর্গার বিসর্জন! ডেট্রয়েটের রোজা পার্কস ট্রানজিট সেন্টারে গুলিবিদ্ধ ১, আটক ২ বিদায়ের বেদনায়ও উল্লাস: মিশিগানে উমার বিদায় মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা গ্র্যান্ড ব্ল্যাঙ্কে গির্জায় হামলা, নিহত ৪ মিশিগানে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ১৮ বছর বয়সী যুবক নিহত, তিনজন গ্রেপ্তার মিশিগানে স্বামী হত্যার মামলায় নারীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ওয়ারেনে অটো-প্ল্যান্টে যানবাহন চুরির অভিযোগে তিনজন অভিযুক্ত ডেট্রয়েট ফ্রিওয়েতে যাত্রীকে ছুরিকাঘাত, এক ব্যক্তি আটক

ডিয়ারবর্নে আশুরা মিছিলে হুমকি : গার্ডেন সিটির যুবকের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:২৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:২৬:৫৬ অপরাহ্ন
ডিয়ারবর্নে আশুরা মিছিলে হুমকি : গার্ডেন সিটির যুবকের বিরুদ্ধে অভিযোগ
ডিয়ারবর্ন, ১৯ আগস্ট :  পুলিশ জানিয়েছে, গত সপ্তাহান্তে আয়োজিত আশুরা স্মরণে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগে গার্ডেন সিটির বাসিন্দা অ্যান্থনি ইয়ং (২৭) এর বিরুদ্ধে  অভিযোগ আনা হয়েছে। সোমবার ১৯তম জেলা আদালতে তাকে হাজির করা হয়। আদালত তাকে ৫,০০০ ডলার জরিমানা ও জিপিএস টিথার পরিধানের নির্দেশ দিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ন্যায়বিচারের দাবিতে ও মুসলিম ধর্মীয় উৎসব আশুরা উপলক্ষে আয়োজিত মিছিলে লোকজনকে ক্ষতি করার হুমকি দেন ইয়ং। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হাম্মুদ ও পুলিশ প্রধান ইসা শাহিন এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার হুমকির প্রতি শূন্য সহনশীলতা রয়েছে। যারা ভয় বা বিভেদ ছড়ানোর চেষ্টা করবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। নিরাপত্তা ও ঐক্য সবসময় প্রথমে আসবে।”
ওয়াশিংটন ডিসিভিত্তিক শিয়া মুসলিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাহাত হুসেন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ডিয়ারবর্ন পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ এবং সম্প্রদায়কে আতঙ্কিত করার প্রচেষ্টা। আমরা অপরাধীর স্বচ্ছ বিচার দাবি করছি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
এদিকে ডিয়ারবর্নের কারবালা ইসলামিক এডুকেশনাল সেন্টারের আয়োজনে এবারের আরবাইন মিছিলে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেন, যা তাদের ইতিহাসের বৃহত্তম সমাবেশ। আয়োজকরা জানিয়েছেন, সপ্তম শতাব্দীর ইসলামী নেতা ইমাম হুসেনের উত্তরাধিকার স্মরণে প্রতিবছর এই মিছিল অনুষ্ঠিত হয়।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের মিশিগান শাখার নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ বলেন, কারবালা সেন্টারে পূর্বেও ভাঙচুর ও হুমকির ঘটনা ঘটেছে। তার মতে, অভিযুক্তের বিরুদ্ধে জাতিগত ভীতি প্রদর্শনের অভিযোগ আনা উচিত। তিনি প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনও নাগরিককে তার আন্তরিক ধর্মীয় বিশ্বাসের কারণে ভয় দেখানো বা সহিংসতার হুমকি দেওয়ার সুযোগ নেই।” 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ