আমেরিকা , সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগান কালিবাড়িতে স্নেহা ভট্টাচার্যের সুরে মাতোয়ারা প্রবাসী বাঙালি ইস্টপয়েন্টে কিশোরীকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেপ্তার ১ ডেট্রয়েটে ভোররাতে তিন গাড়ির সংঘর্ষে নারী নিহত, আহত দুই অবার্ন হিলসে আই-৭৫-এ পথচারী নিহত, তদন্তে পুলিশ বেল আইলে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিগেটর অবশেষে ধরা পড়ল পুলিশের কিশোরী সেজে ফাঁদ, ধরা পড়লেন যৌন অপরাধী সিনাই-গ্রেস হাসপাতালে যৌন নির্যাতন :  ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি বিচারকের নির্দেশে উচ্চ আদালতে ব্যাংক ডাকাতি মামলা ডেট্রয়েটে শিশু দারিদ্র্য রেকর্ড উচ্চতায় : অর্ধেকেরও বেশি শিশু দারিদ্র্যের নিচে ফেডারেল তদন্তে ডেভিড টেলরের গির্জা  থেকে সোনা, নগদ অর্থ ও যৌন ভিডিও উদ্ধার কানাডা-মার্কিন প্রবেশ বন্দরে সিস্টেম বিভ্রাট মাউন্ট ক্লেমেন্সে পতিতাবৃত্তি মামলায় ট্রয়ের নারীকে দুই মাসের কারাদণ্ড টরন্টোয় ইতিহাস রচিত : প্রথমবারের মতো উডবাইন বিচে মা দুর্গার বিসর্জন! ডেট্রয়েটের রোজা পার্কস ট্রানজিট সেন্টারে গুলিবিদ্ধ ১, আটক ২ বিদায়ের বেদনায়ও উল্লাস: মিশিগানে উমার বিদায় মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা গ্র্যান্ড ব্ল্যাঙ্কে গির্জায় হামলা, নিহত ৪ মিশিগানে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন

বাংলাদেশ বিমানের কোটি টাকার ১০ চাকা চুরি

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:২২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:২২:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশ বিমানের কোটি টাকার ১০ চাকা চুরি
ঢাকা, ২১ আগস্ট : রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিমানেরই দুই কর্মীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। চাকাগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, গত ১৬ আগস্ট (শনিবার) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা ‘অকশন শেড’ থেকে বিমানের ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন ১৯ আগস্ট থানায় জিডি দায়ের করেন। সেখানে চুরি শব্দটি ব্যবহার না করে উল্লেখ করা হয়েছে যে চাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে জিডিতে বলা হয়েছে, চাকা না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা স্বীকার করেন, যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে চাকাগুলো ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
বিমান সূত্রে জানা গেছে, একেকটি চাকাই ৫ থেকে ১৫ হাজার ডলারের মধ্যে বিক্রি হয়। সেই হিসাবে ১০টি চাকায় প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে। এগুলো ব্যবহারের পর অকশন শেডে রাখা হয়েছিল। বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটি একটি গুরুতর অপরাধ। অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।”
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, বিমানের পক্ষ থেকে উড়োজাহাজের চাকা সংক্রান্ত জিডি করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। অভিযুক্ত দুই কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাকাগুলো অন্য সংস্থাকে দেওয়ার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যেই কোটি টাকার চাকা চুরির ঘটনা রাষ্ট্রীয় এয়ারলাইন্সটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কোজাগরী লক্ষ্মীপূজা আজ

কোজাগরী লক্ষ্মীপূজা আজ