নিউ জার্সি, ২৪ আগস্ট : রাজ্যের আটলান্টিক কাউন্টির 'সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ'র সদস্য পদে তৃতীয় মেয়াদে পুনঃনিয়োগ পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী। আটলান্টিক কাউন্টিতে প্রথমবারের মতো কোন এশিয়ান আমেরিকান এই পদে তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন।
সম্প্রতি অনুষ্ঠিত আটলান্টিক কাউন্টির ‘বোর্ড অব কাউন্টি কমিশনার’ সভায় কমিশনাররা সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদের জন্য সুব্রত চৌধুরীর নিয়োগ অনুমোদন করেন। আগামী তিন বছর পর্যন্ত তিনি এই পদে আসীন থাকবেন।
এই পর্ষদ'র সদস্যরা আটলান্টিক কাউন্টির প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রসারের ব্যাপারে কাউন্টির প্রধান নির্বাহীকে পরামর্শ দিয়ে থাকেন।
আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসরত ও নিউ জার্সি সিভিল সার্ভিস কমিশনের অধীনে আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তার খ্যাতি আছে। আবৃত্তি শিল্পী হিসাবেও তার সদর্প বিচরণ রয়েছে। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের পরপর দুইবারের নির্বাচিত সদস্য হিসেবে এবং আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির পর্ষদ সদস্য পদে দায়িত্ব পালন করছেন ।
এছাড়া তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি,ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জারসি পয়েটস কালেকটিভ এর সাথে যুক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan