হবিগঞ্জ, ২৪ আগস্ট : ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দেওয়ার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল।
আজ বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরে এ মিছিল বের হয়। থানা ছাত্রদলের কারা নির্যাতিত ও পদবঞ্চিত নেতাকর্মীদের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কমিটি বাতিলের দাবি জানান।
সম্প্রতি হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে চুনারুঘাট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। গত শনিবার কমিটি অনুমোদিত হয়ে প্রকাশিত হওয়ার পর থেকেই স্থানীয় পদবঞ্চিত নেতাকর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ত্যাগী ও ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতিত কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এ কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে তারা ঝাড়ু ও জুতা মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, কমিটি নিয়ে চলমান বিরোধ আরও বিস্তৃত হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan