সিলেট, ২৪ আগস্ট : পর্যটনের জন্য পরিচিত সিলেট শহর আজ বর্জ্য ব্যবস্থাপনায় মারাত্মক সংকটে পড়েছে। শহরে বাসাবাড়ি, বাজার এবং অফিস-আদালত থেকে উৎপন্ন বর্জ্যের প্রায় ৭০ শতাংশই উন্মুক্ত স্থানে বা রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে সিটি করপোরেশন তা সংগ্রহ করে ল্যান্ডফিলে ডাম্প করলেও, মধ্যবর্তী সময়ে এভাবে ছড়িয়ে থাকা বর্জ্য শহরের জন্য এক গুরুতর সংকট তৈরি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ে থাকার কারণে শুধু শহরের সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি হচ্ছে। দুর্গন্ধ, রোগজীবাণু এবং নানা ধরণের দূষণ সরাসরি মানুষকে আক্রান্ত করছে। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের নাকে হাত চেপে রাস্তায় চলাচল করতে হয়, এটাই এখন সিলেটবাসীর নিত্যদিনের বাস্তবতা।
শহর উন্নয়ন ও পরিবেশ সচেতন মহল মনে করে, এখনই সময় সর্বাত্মক সচেতন হওয়ার এবং আধুনিক, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার। অন্যথায় অদূর ভবিষ্যতে সিলেট শহর আরও ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়তে পারে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan