ঢাকা, ২৫ আগস্ট : ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলির মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম (পুলিশ অধিদফতর থেকে সিআইডি), অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীর (আরআরএফ থেকে পুলিশ স্টাফ কলেজ), অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার (আরআরএফ থেকে রাজশাহী রেঞ্জ) ও পুলিশ সুপার মো. হাতেম আলী (ঢাকার রেঞ্জ ডিআইজি অফিস থেকে খুলনার আরআরএফ), মোহাম্মদ আশিকুর রহমান (এসবির বিশেষ পুলিশ সুপার থেকে পুলিশ সুপার ইস-সার্ভিস ট্রেনিং সেন্টার), মোহাম্মদ আবদুল আজিজ (পুলিশ অধিদফতরের এআইজি থেকে সারদার পুলিশ সুপার), জান্নাত আফরোজ (সিএমপির উপপুলিশ কমিশানার থেকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার), মো. দোলোয়ার হোসেন (সংসদ সচিবালয়ের পুলিশ সুপার থেকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার)।
এছাড়াও র্যাব, ডিএমপি, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিট ও রেঞ্জে একযোগে এই পরিবর্তন আনা হয়েছে। বদলির মধ্যে নারী কর্মকর্তাও রয়েছেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে মেহেরপুর থেকে জননিরাপত্তা বিভাগে এবং ডিআইজি শামীমা বেগমকে এসবি থেকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কারণে এই রদবদল করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan