সিলেট, ২৬ আগস্ট : রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ২৭তম ব্লাড ক্যাম্পেইন রবিবার (২৩ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমা, লালাবাজার, ফুলকি ব্র্যাক স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।
মানবিক সেবামূলক কার্যক্রমে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের মানবিক এক ঝাঁক কর্মকর্তা উপস্থিতিতে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনে প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ফুলদি ব্র্যাক স্কুল শিক্ষক মুমিনা বেগম,শ্যামা চন্দ্র রাত্রি, ফাতেমা, লাভলী বেগম, বাবলী বেগম, আয়শা আক্তার।
আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহ সভাপতি উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন, সদস্য আকরাম খান বাপ্পি, মুমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদিন, জীবন বাঁচান। দেশে অনেকেই এখনও নিজের রক্তের গ্রুপ জানেন না। প্রত্যেকের রক্তের গ্রুপ জানা থাকা জরুরি। যখন কোনো আপনজনের জরুরি সময়ে রক্তের প্রয়োজন হয়, তখন তাৎক্ষণিকভাবে সাহায্য করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব।
সিলেট রক্তের অনুসন্ধানে সংগঠনটি তরুণ-তরুণীদের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা যোগ করেছেন, আপনাদের এই মানবিক সেবামূলক কার্যক্রমে আমাদের সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।
উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে একশত পঞ্চাশ এর অধিক জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।
সংগঠনের কর্মকর্তারা আরো বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ জানানো এবং ব্লাড রিলেটেড সকল সমস্যার সমাধান করা। আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কেউ মরবে না।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan