আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট থ্যাঙ্কসগিভিং প্যারেডে বাতাস ও তুষারপাতের প্রভাব বঙ্গোপসাগর ও সিলেটে এক মিনিটের ব্যবধানে ভূমিকম্প থ্যাংকসগিভিং ডে আজ প্লট দুর্নীতি মামলায় জয়–পুতুলের ৫ বছরের কারাদণ্ড পূর্বাচল প্লট জালিয়াতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড মিশিগানে তুষারঝড়ের সতর্কতা : থ্যাঙ্কসগিভিং ভ্রমণ ঝুঁকিপূর্ণ নির্বাচন ঘিরে পুলিশের বড় রদবদল : ৬৪ জেলায় নতুন এসপি  পন্টিয়াকের দুই ভাই ‘দুঃস্বপ্নের মতো’ নির্যাতনের শিকার, বাবা-মা গ্রেপ্তার মিশিগানে জিওপিকে হত্যার হুমকি, এক ব্যক্তি আটক রোজভিলে দুই বয়স্ক মহিলার গাড়ি ছিনতাই, তিন কিশোর আটক বুধবারের মধ্যেই গণভোটের গেজেট : আসিফ নজরুল সেন্টার লাইন হাই স্কুলে হুমকি : ওয়েইন কাউন্টির দুই ছাত্র গ্রেপ্তার ওয়ারেন ও স্টার্লিং হাইটসের মধ্যে জরুরি জনসেবা ভাগাভাগির চুক্তি স্বাক্ষর ওয়েস্ট ব্লুমফিল্ডে প্রতিবেশীর বাড়িতে গুলি, এক ব্যক্তি গ্রেপ্তার ওয়েইন কাউন্টিতে ডিজিটাল চুরি : ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি গ্রেপ্তার ডেট্রয়েটে ফেডারেল অনুদানে ৫৩ নতুন বাস ওক পার্কে হুইলচেয়ার–নির্ভর প্রবীণ সৈনিককে চাপা দিয়ে পালালো গাড়ি প্যাট্রিজ ক্রিক মলে বৃক্ষ প্রজ্জ্বলন অনুষ্ঠানে গুলিবর্ষণ, আহত ১ উৎসবের আলোয় জেগে উঠল ডেট্রয়েটের হৃদয় মিশিগানে থ্যাঙ্কসগিভিং ভ্রমণ ইতিহাস গড়তে চলেছে

সেন্ট্রাল ফ্লোরিডায় স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৫২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৫২:০৭ পূর্বাহ্ন
সেন্ট্রাল ফ্লোরিডায় স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত
ফ্লোরিডা, ২৭ আগস্ট : সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠান গত শনিবার ওরলান্ডোর ওকরীচ হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। এটি সেন্ট্রাল ফ্লোরিডার প্রথম স্বয়ংসম্পূর্ণ স্পোর্টস ক্লাব।
রাত ৮ টায় মিজানুর রহমান বাচ্চু’র পরিচালনায় প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন বাহার হোসেন।  জাতীয় সংগীত এর মাধ্যমে অভিষেক অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী। সফিক চৌধুরী বলেন, এই শহরে  ২০০৪ সাল থেকে বিচ্ছিন্ন ভাবে খেলাধুরা চর্চা হচ্ছে। একটা স্বয়ংসম্পূর্ণ স্পোটর্স ক্লাবের দাবীর কারনে, আজ স্পোর্টস ক্লাবের সুচনা। সব ধরনের খেলাধুলার চর্চা হবে। স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য বলেন, আমরা একটি স্পোর্টস কমিউনিটি তৈরীতে কাজ করছি ৷ সবার সহযোগিতা এবং আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সব ধরনের খেলাধুলার আয়োজন করব ৷ সবাই আমাদের সাথে থাকবেন, উৎসাহ দিবেন।  অভিষেক অনুষ্ঠানে ওরলান্ডোর নানা সিটির ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে নতুন ক্লাবের সূচনায় উদ্দীপনা যোগ করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মিডিয়া সেক্রেটারী, জুয়েল সাদত। তিনি বলেন, “আজ আমাদের এই শহরের একটি আনন্দের দিন। একটি বহুমাত্রিক স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হল। সবার সহযোগিতায় এটি এগিয়ে যাবে। এই সংগঠনটি সবার, সবাই আছেন এই সংগঠনে। খেলাধুলা ছাড়া এখানে কিছু হবে না।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চারটি টুর্নামেন্টের পুরষ্কার প্রদান করা হয়। ভলিবল সেক্রেটারি ইমরান রিয়াজ শাহ বিগত ভলিবল টুর্নামেন্টের বিজয়ীদের ট্রফি ও মেডেল বিতরণ করেন। ব্যাডমিন্টন সেক্রেটারি ওমর ফারুক বিগত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরষ্কার প্রদান করেন। ফুটবল সেক্রেটারি আহমেদ শাহরিয়ার খান রন্জু ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের সম্মাননা দেন। ক্রিকেট সেক্রেটারি সাইফুল হক সরকার ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমরা সবাই একসাথে এই কমিউনিটিতে খেলাধুলার চর্চা অব্যাহত রাখব।”
অভিষেক অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে স্পোর্টস সেক্রেটারি মিজানুর রহমান বাচ্চু ও কোচ লি-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও, অনারেবল মেন্টর হিসাবে রেজা উদ্দিন মাসুম, মহসিন মিয়া ও ইমরান হোসেন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে তৃতীয় পর্বে আমিন হক নতুন কমিটিকে শপথ বাক্য পড়ান। নতুন কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি শফিক চৌধুরী, সহ সভাপতি রাসেল মিয়া, শাহ জামাল, মুরাদ হোসেন, আতাউর রহমান, এহসান চৌধুরী, সেক্রেটারী বাহার হোসেন, জয়েন্ট সেক্রেটারী রকিবুল হাসান আলম, মহসিন মিয়া, ট্রেজারার ইমরান হোসেন, জয়েন্ট ট্রেজারার কাজী মাহিদ মিশু, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, ভলিবল সেক্রেটারী ইমরান রিয়াজ শাহ, ব্যাডমিন্টন সেক্রেটারী ওমর ফারক, ক্রিকেট সেক্রেটারী সাইফুল হক  সরকার, ফুটবল সেক্রেটারী আহমেদ শাহরিয়ার খান, সাংগঠনিক সম্পাদক রেহা উদ্দিন মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক শাহজামান টুটুল, কমিউনিকেশন সেক্রেটারী রাসু, এন্টারটেইনমেন্ট সেক্রেটারী মোহাম্মদ হোসেন দীপ, মিডিয়া সেক্রেটারী জুয়েল সাদত, কোচ ও গেইম করডিনেটর লি, কমিউনিকেশন জয়েন্ট সেক্রেটারি রিপন আহমদ, জয়েন্ট এন্টারটেইনমেন্ট সেক্রেটারী মেহেদী। 

অনুষ্ঠানে এডভাইজার বোর্ডের অন্যতম সদস্য দুলু ভুইয়া, বাবুল হাই, এ কে এম হোসেন হিটু,আনোয়ার হোসেন সেন্টু,জেসন চৌধুরী তাহের, ফখরুল এহসান শেলী, তাহের মিয়া, জনাব আবেদ, মোস্তফা ফিরোজ, মোহাম্মদ চৌধুরী মুন্না, সামস ইউ শোভন,জনাব হুমায়ুন  কে পরিচয় করিয়ে দেয়া হয় ৷ অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। 
স্পোর্টস ক্লাবের জন্য জার্সি ডোনেশন করেন বাহার হোসেন এবং টাইটেল স্পসর করে দাদা ইন্ডিয়ান কুজিন। স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী ও সাধারণ সম্পাদক বাহার হোসেন কে বিশেষ  সম্মাননা স্মারক প্রদান করেন কোচ লি। স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে চারটি টুর্নামেন্টের আম্পায়র, লেগ আম্পায়ার, রেফারি, লাইনসম্যান সহ সব সহযোগীদের বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের চতুর্থ পর্বে ছিল গ্রুপ ফটোসেশন, ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ টায় মঞ্চে সংগীত পরিবেশন করেন ত্রিনিয়া হাসান। তিনি পুরো দেড় ঘন্টা এক নাগারে জনপ্রিয় গান পরিবেশন করেন ৷ 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেট বিভাগের চার জেলায় নতুন পুলিশ সুপার

সিলেট বিভাগের চার জেলায় নতুন পুলিশ সুপার