আমেরিকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে নোভিতে মিশিগান স্টেট ফেয়ার শুরু, নিরাপত্তা ব্যবস্থা জোরদার মিশিগান হ্রদ ও হুরনে উচ্চ ঢেউয়ের সতর্কতা হল্যান্ডে শিশু যৌন নির্যাতনের দায়ে এক ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড শাবিপ্রবিতে অন্তবর্তী সরকারের জানাজা পড়ল শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী ১৯৮৪ সালের কোল্ড কেস হত্যাকাণ্ডে অভিযুক্ত ফ্লোরিডার যৌন অপরাধী ডেট্রয়েটে গির্জার দুই নেতা জোরপূর্বক  শ্রম ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত কোভিড-১৯ ত্রাণ ঋণ জালিয়াতিতে ম্যাকম্ব কাউন্টির তিন বাসিন্দা দোষী সাব্যস্ত ডেট্রয়েটে পৃথক অগ্নিকাণ্ডে দুইজন নিহত, তদন্ত চলছে হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিল তিন কর্মকর্তা বরখাস্তের সিদ্ধান্ত নিল ওয়ারেন লকআপে কোর্টনি কেরের মৃত্যু : প্রশ্ন ও আক্ষেপের ছায়া হ্যামট্রাম্যাকের বরখাস্তকৃত তিন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ ইউনিভার্সিটি অব মিশিগানে নতুন সেমিস্টার শুরু ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয় ‘প্রতিকূল ক্যাম্পাস’: মুসলিম সংগঠনগুলোর দাবি ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৫২ কর্মকর্তা বদলি হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ ডিয়ারবর্নে পরাগায়নকারী-বান্ধব প্রজাপতি বাগানের উদ্বোধন ডেট্রয়েটের পার্কে ১৬ বছরের কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত

সেন্ট্রাল ফ্লোরিডায় স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৫২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৫২:০৭ পূর্বাহ্ন
সেন্ট্রাল ফ্লোরিডায় স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত
ফ্লোরিডা, ২৭ আগস্ট : সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠান গত শনিবার ওরলান্ডোর ওকরীচ হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। এটি সেন্ট্রাল ফ্লোরিডার প্রথম স্বয়ংসম্পূর্ণ স্পোর্টস ক্লাব।
রাত ৮ টায় মিজানুর রহমান বাচ্চু’র পরিচালনায় প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন বাহার হোসেন।  জাতীয় সংগীত এর মাধ্যমে অভিষেক অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী। সফিক চৌধুরী বলেন, এই শহরে  ২০০৪ সাল থেকে বিচ্ছিন্ন ভাবে খেলাধুরা চর্চা হচ্ছে। একটা স্বয়ংসম্পূর্ণ স্পোটর্স ক্লাবের দাবীর কারনে, আজ স্পোর্টস ক্লাবের সুচনা। সব ধরনের খেলাধুলার চর্চা হবে। স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য বলেন, আমরা একটি স্পোর্টস কমিউনিটি তৈরীতে কাজ করছি ৷ সবার সহযোগিতা এবং আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সব ধরনের খেলাধুলার আয়োজন করব ৷ সবাই আমাদের সাথে থাকবেন, উৎসাহ দিবেন।  অভিষেক অনুষ্ঠানে ওরলান্ডোর নানা সিটির ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে নতুন ক্লাবের সূচনায় উদ্দীপনা যোগ করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মিডিয়া সেক্রেটারী, জুয়েল সাদত। তিনি বলেন, “আজ আমাদের এই শহরের একটি আনন্দের দিন। একটি বহুমাত্রিক স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হল। সবার সহযোগিতায় এটি এগিয়ে যাবে। এই সংগঠনটি সবার, সবাই আছেন এই সংগঠনে। খেলাধুলা ছাড়া এখানে কিছু হবে না।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চারটি টুর্নামেন্টের পুরষ্কার প্রদান করা হয়। ভলিবল সেক্রেটারি ইমরান রিয়াজ শাহ বিগত ভলিবল টুর্নামেন্টের বিজয়ীদের ট্রফি ও মেডেল বিতরণ করেন। ব্যাডমিন্টন সেক্রেটারি ওমর ফারুক বিগত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরষ্কার প্রদান করেন। ফুটবল সেক্রেটারি আহমেদ শাহরিয়ার খান রন্জু ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের সম্মাননা দেন। ক্রিকেট সেক্রেটারি সাইফুল হক সরকার ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমরা সবাই একসাথে এই কমিউনিটিতে খেলাধুলার চর্চা অব্যাহত রাখব।”
অভিষেক অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে স্পোর্টস সেক্রেটারি মিজানুর রহমান বাচ্চু ও কোচ লি-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও, অনারেবল মেন্টর হিসাবে রেজা উদ্দিন মাসুম, মহসিন মিয়া ও ইমরান হোসেন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে তৃতীয় পর্বে আমিন হক নতুন কমিটিকে শপথ বাক্য পড়ান। নতুন কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি শফিক চৌধুরী, সহ সভাপতি রাসেল মিয়া, শাহ জামাল, মুরাদ হোসেন, আতাউর রহমান, এহসান চৌধুরী, সেক্রেটারী বাহার হোসেন, জয়েন্ট সেক্রেটারী রকিবুল হাসান আলম, মহসিন মিয়া, ট্রেজারার ইমরান হোসেন, জয়েন্ট ট্রেজারার কাজী মাহিদ মিশু, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, ভলিবল সেক্রেটারী ইমরান রিয়াজ শাহ, ব্যাডমিন্টন সেক্রেটারী ওমর ফারক, ক্রিকেট সেক্রেটারী সাইফুল হক  সরকার, ফুটবল সেক্রেটারী আহমেদ শাহরিয়ার খান, সাংগঠনিক সম্পাদক রেহা উদ্দিন মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক শাহজামান টুটুল, কমিউনিকেশন সেক্রেটারী রাসু, এন্টারটেইনমেন্ট সেক্রেটারী মোহাম্মদ হোসেন দীপ, মিডিয়া সেক্রেটারী জুয়েল সাদত, কোচ ও গেইম করডিনেটর লি, কমিউনিকেশন জয়েন্ট সেক্রেটারি রিপন আহমদ, জয়েন্ট এন্টারটেইনমেন্ট সেক্রেটারী মেহেদী। 

অনুষ্ঠানে এডভাইজার বোর্ডের অন্যতম সদস্য দুলু ভুইয়া, বাবুল হাই, এ কে এম হোসেন হিটু,আনোয়ার হোসেন সেন্টু,জেসন চৌধুরী তাহের, ফখরুল এহসান শেলী, তাহের মিয়া, জনাব আবেদ, মোস্তফা ফিরোজ, মোহাম্মদ চৌধুরী মুন্না, সামস ইউ শোভন,জনাব হুমায়ুন  কে পরিচয় করিয়ে দেয়া হয় ৷ অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। 
স্পোর্টস ক্লাবের জন্য জার্সি ডোনেশন করেন বাহার হোসেন এবং টাইটেল স্পসর করে দাদা ইন্ডিয়ান কুজিন। স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী ও সাধারণ সম্পাদক বাহার হোসেন কে বিশেষ  সম্মাননা স্মারক প্রদান করেন কোচ লি। স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে চারটি টুর্নামেন্টের আম্পায়র, লেগ আম্পায়ার, রেফারি, লাইনসম্যান সহ সব সহযোগীদের বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের চতুর্থ পর্বে ছিল গ্রুপ ফটোসেশন, ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ টায় মঞ্চে সংগীত পরিবেশন করেন ত্রিনিয়া হাসান। তিনি পুরো দেড় ঘন্টা এক নাগারে জনপ্রিয় গান পরিবেশন করেন ৷ 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লিভোনিয়ায় চুরি হওয়া গাড়ি থামাতে জাল ব্যবহার, তিনজন গ্রেপ্তার

লিভোনিয়ায় চুরি হওয়া গাড়ি থামাতে জাল ব্যবহার, তিনজন গ্রেপ্তার