ওয়ারেন, ২৮ আগস্ট : ক্যাপিটাল অ্যাডভাইজার্স এনওয়াই মিশিগানে সম্প্রসারিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরএস এ্যানরোল এজেন্ট, ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং আমেরিকান বার অ্যাসোসিয়েশনের সদস্য মুস্তাক চৌধুরী।”
প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব মার্কেটিং সেলিনা খান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। মুস্তাক চৌধুরী ট্যাক্স, ইমিগ্রেশন আইন ও অন্যান্য বিষয় নিয়ে আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষ্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল, ওয়ারেন সিটির মেয়র লরি ষ্টোন, নতুন শাখার কর্ণধার খালেদ আলী, হ্যামট্রাম্যাক সিটির প্রাইমারি নির্বাচনে বিজয়ী মেয়র এ্যাডাম আল হারবী, সাবেক কাউন্সিলম্যান এনাম মিয়া, খাজা শাহাব আহমেদ, রাব্বানী তালুকদার, দেলোয়ার আনসার, সাব্বির আহমেদ, মোহাম্মদ খান, নাজেল হুদা, মনজুরুল করিম তুহিন, কবির আহমেদ, মোহাম্মদ খালেদ এবং আরও অনেকে।
ক্যাপিটাল অ্যাডভাইজার্সের নতুন শাখা ডেট্রয়েট-হ্যামট্রাম্যাক এরিয়ার কন্যান্ট রোডের বেঙ্গল এন্টারপ্রাইজে স্থাপিত হয়েছে। এখানে নিয়মিতভাবে ইমিগ্রেশন, ট্যাক্স এবং অন্যান্য সেবা প্রদান করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan