মাধবপুর, (হবিগঞ্জ) ২২ মে : মাধবপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা আবু সাঈদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার নিকট আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলমগীর হোসেন টিপু সঞ্চালনায় অন্যান্যদের মাঝে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সহ সভাপতি মহিউজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ সেলিম, যুবলীগের সভাপতি ফারুখ পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান, যুবলীগের সেক্রেটারি আবুল কাসেম, সাবেক পৌর ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সাব্বির হাসান, ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি তুহিন রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এরআগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan