নিউজার্সি, ৩০ আগস্ট : রাজ্যের সাউথ জার্সিতে ‘গনেশ উৎসব’ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে পোমনাস্থ জৈন হিন্দু মন্দিরের মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সংগীত, একক ও দলীয় নৃত্য ও যন্ত্র সংগীত পরিবেশন ।
প্রবাসে বহুজাতিক সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে খুদে শিল্পীদের পরিবেশনা ছিল মন্ত্রমুগ্ধ হওয়ার মতো। কোরিওগ্রাফার সান্তনা রায় চৌধুরী, প্রিয়া, মোহিনীর সার্বিক তত্তাবধানে খুদে অংশগ্রহণকারী ঐন্দ্রিলা, অধরা, রিশা, বাবাই প্রমুখ তাদের নান্দনিক পরিবেশনায় উপস্থিত সুধীজনদের বিমোহিত করে রাখে ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উৎসবে উপস্থিত সুধীজন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রজন্মের নান্দনিক পরিবেশনার জন্য তাদের অভিনন্দন জানান। বিপুল সংখ্যক প্রবাসী মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan