চুয়াডাঙ্গা, ৩১ আগস্ট : গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রথম বর্ষপূর্তি ও এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো: আমিন উদ্দীন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহবুবা মৌনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল হাসেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশনস) আতিয়ার রহমান ও দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় জিপিএ ৫ অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি জীবননগর উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী মারুফ হাসান ফাহিমকে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়া এসএসসি ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জীবননগর পাইলট হাইস্কুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা গ্রহণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। প্রজ্ঞার আলোকে আলোকিত ব্যক্তিত্ব হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আহ্বায়ক মো: আমিন উদ্দীন অনুষ্ঠানটি সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan