হবিগঞ্জ, ৩১ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার রাত ৫টা ৫ মিনিটে শায়েস্তাগঞ্জ থানার পুরাতন বাজার এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের চান মিয়ার ছেলে মোঃ শান্ত মিয়া (২২), দক্ষিণ আকাবালদী গ্রামের মোঃ মনোয়ার আলীর পুত্র মোহাম্মদ আলী (৩৫), পাকুরিয়া গ্রামের মোঃ আফসর আলীর ছেলে কদর আলী হেলাল (২৫)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা গাঁজার চালানটি বিক্রয়ের উদ্দেশ্যে এনেছিল। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan