আমেরিকা , রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ , ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্য, সৃজন ও আনন্দের ছোঁয়া মিশিগান বইমেলায় ফেডারেল স্থবিরতা, কিন্তু ক্ষুধার বিরুদ্ধে সক্রিয় ডেট্রয়েট হার্পার উডস হাই স্কুলের ফুটবল খেলায় গুলিবিদ্ধ ১৭ বছরের এক কিশোর ডেট্রয়েট মেট্রোতে এফএএ নির্দেশে ফ্লাইট হ্রাস, যাত্রীরা উদ্বিগ্ন শনিবার রাত থেকে মেট্রো ডেট্রয়েটে তুষারপাতের সম্ভাবনা শেলবি টাউনশিপে অটো ডিলারশিপে দুই ব্যক্তির মৃতদেহ : তদন্তে পুলিশ মিশিগানে বইমেলার পর্দা উঠছে কাল মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান মিশিগানে শুরু হচ্ছে মানুষ-পাখির প্রযুক্তিযুদ্ধ ফোন ও ইন্টারনেট বিভ্রাটের কারণে শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুল মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত  জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর ১১ ভোটের ব্যবধানে হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে হারলেন মুহিত মাহমুদ ডেট্রয়েটে দুটি পৃথক গুলিবর্ষণে দুজন নিহত, আহত ১ দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ম্যাকিনাকের নীল জলে বিরল মৃত্যু : আত্মহত্যা বলছে পুলিশ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি

মৌলভীবাজারে নির্ঝর মেধা প্রকল্পের পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১২:৪৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১২:৪৪:১৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারে নির্ঝর মেধা প্রকল্পের পুরস্কার বিতরণ
লন্ডন, ১ সেপ্টেম্বর : ৯৯০ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নির্ঝর মেধা প্রকল্পের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
নির্ঝরের সভাপতি প্রফেসর ড. মো.ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহতি পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট এর চেয়ারম্যান প্রফেসর মো.আনেয়ার হোসেন চৌধুরী,  ও বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড.আবু ইউসুফ মো.শেরউজ্জামান, নির্ঝর মেধা প্রকল্প এর সহ-সভাপতি প্রফেসর রফি আহমেদ চৌধুরী, প্রফেসর মো.সেলিম এবং প্রফেসর সৈয়দ মো. মহসিন উপস্থিত ছিলেন।
নির্ঝরের যুগ্ম সম্পাদক মান্নান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্ঝরের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্ঝরের যুগ্ম সম্পাদক ইয়াকুব তাজুল মহিলা কলেজ এর অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, দি ফ্লাওয়ারস কে জি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. লোকমান মিয়া,সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বাছিত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা অপরাজিতা রায়,আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুজিবুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষিকা সৈয়দ এহসানা রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ।পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ পুরষ্কারপ্রাপ্ত ৯৬ জন ছাত্র-ছাত্রীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ম্যাগাজিন তোলে দেন। এবারের শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় আনন্দ বিদ্যাপিট কুলাউড়া এবং শ্রেষ্ট মাধ্যমিক বিদ্যালয় দি ফ্লাওয়ারস কে জি এন্ড হাই স্কুল।
এদিকে ব্রিটেন থেকে নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজার ইউকের চীফ কো-অর্ডিনেটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছাবার্তায় বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে নির্ঝর মেধা প্রকল্প ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি আয়োজিত ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সফলভাবে সম্পন্ন করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনুদান প্রদান করেছেন, সম্মানিত অতিথিবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন এবং যেসব কৃতি শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন তাঁদের সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তিনি নির্ঝরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মরহুম প্রফেসর ফয়জুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অধ্যাপক করুণাময় রায়, প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আনকার আহমদ, প্রবাসী সমন্বয়ক ফয়জুর রহমান কয়সরসহ প্রয়াত সকল সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা সংগঠনকে এগিয়ে নিতে অবদান রেখে আসছেন, তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মোহাম্মদ মকিস মনসুর তাঁর বার্তায় দেশে-বিদেশে বসবাসকারী মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষকে নির্ঝর মেধা প্রকল্পের এই মহতী কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলী আমজদের ঘড়িঘরের পাদদেশে ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়

আলী আমজদের ঘড়িঘরের পাদদেশে ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়