সিলেট, ৫ সেপ্টেম্বর : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমারেখায় ছাতক উপজেলায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক বরণ কুমার চৌধুরী।
অধ্যাপক বরণ কুমার চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বৈদ্যপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ১৯৬২ সালে ফরেষ্ট ডিপার্টমেন্টে প্রাক্তন ডেপুটি রেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সমাজসেবায় সক্রিয় এবং দানশীল পরিবারে জন্মগ্রহণ করেছেন; তার মা অর্চনা চৌধুরী এবং প্রয়াত পিতা দিলীপ বড়ুয়া যথাক্রমে সমাজসেবী ও শিক্ষানুরাগী ছিলেন।
বর্তমানে অধ্যাপক বরণ কুমার চৌধুরী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা এবং কলেজের দর্শন বিভাগের চেয়ারম্যান। কলেজ পরিচালনা পরিষদ সর্বসম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করেছে। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষ থেকে অধ্যাপক বরণ কুমার চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan