সিলেট, ৬ সেপ্টেম্বর : বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটি সিলেট-এর উদ্যোগে ৩৪তম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বালাগঞ্জ থানার পশ্চিম ইছাপুর গ্রামের বাহার মিয়া এন্ড ব্রাদার্স প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন এলাকার ধনাঢ্য পরিবারের সন্তান নোমান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী শেখ এবাদুর রহমান মিজান।
ক্যাম্পেইন পরিচালনা করেন পশ্চিম ইছাপুর এলাকার সন্তান ও বন্ধুমহল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নুর আমিন রনি। উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুমান আহমেদ। রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্বে ছিলেন তারেক আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াসিন আহমেদ, মো. আহমেদ আলী, নাহিদ আহমেদ, রবি আহমেদ, জাবেদ আহমেদ, শাওন আহমেদ, তাহের আহমেদ, সালমান আহমেদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan