ছবি : ঢাকা পোস্টের সৌজন্য
ঢাকা, ৭ সেপ্টেম্বর : বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিক ও সমাজবিজ্ঞানী বদরুদ্দীন উমর রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম জানিয়েছেন, ‘অসুস্থ অবস্থায় বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিস্তারিত পরে জানানো হবে।’
বদরুদ্দীন উমর তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে তিনি ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী। এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করে এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রগতিশীল চিন্তাধারা, রাজনৈতিক সংগ্রাম ও সমাজবিজ্ঞানচর্চায় তার অবদান দেশের বুদ্ধিজীবী সমাজে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan