ঢাকা, ৭ সেপ্টেম্বর : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না। রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, উপদেষ্টামণ্ডলীর বৈঠকে স্থানীয় প্রশাসনকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম—ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, “পরাজিত শক্তি বেপরোয়া হয়ে পড়েছে, সার্বিক শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে মাঠে নামছে।” এ অবস্থায় নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan