ডেট্রয়েট, ৭ সেপ্টেম্ব র: শনিবারের ১.৮ বিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট ড্রতে মিশিগানের একজন খেলোয়াড় ১ মিলিয়ন ডলার জিতেছেন। মিশিগান লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই খেলোয়াড় পাঁচটি সাদা বল—১১, ২৩, ৪৪, ৬১ এবং ৬২—ম্যাচ করেছেন। তবে পাওয়ারবল নম্বর ১৭ মেলাতে পারেননি। এছাড়া চারটি সাদা বল এবং পাওয়ারবল মেলাতে সক্ষম হওয়ায় আরও পাঁচজন খেলোয়াড় প্রত্যেকে ৫০ হাজার ডলার করে জিতেছেন।
অন্যদিকে, মিসৌরি ও টেক্সাসের খেলোয়াড়রা প্রায় ১.৮ বিলিয়ন ডলারের জ্যাকপট ভাগাভাগি করে নিয়েছেন। এতে করে তিন মাসের বড় পুরস্কারশূন্য সময়ের সমাপ্তি হলো। প্রসঙ্গত, ১.৭৮৭ বিলিয়ন ডলারের এ পুরস্কার যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লটারি জ্যাকপট।
Source : http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan