আমেরিকা , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে কূপ সংস্কারের পর পাওয়া গেল নতুন গ্যাসের উৎস উত্তর-পশ্চিম মিশিগানে ছোট বিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট-যাত্রী পাওয়ারবল ড্র: মিশিগানের ভাগ্যে  মিলল মিলিয়ন ডলার পুরস্কার প্রখ্যাত চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী বদরুদ্দীন উমর আর নেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর চট্টগ্রামে সুন্নি-কওমি সংঘর্ষে ১৮০ জন আহত, ১৪৪ ধারা জারি পাওয়ারবল জ্বর মিশিগানে : কে হবে নতুন কোটিপতি?  ফেসবুকে ডিয়ারবর্ন হাইটস পুলিশ প্যাচে আরবি নকশা, পরে পোস্ট প্রত্যাহার হ্যাজেল পার্কে মা-ছেলেকে হত্যা, পন্টিয়াকের ব্যক্তির বিরুদ্ধে মামলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা ডেট্রয়েটে মানব পাচার মামলায় চীনা নারী দোষী সাব্যস্ত মিশিগানে আজ ঝড়ো বাতাস এবং শরতের মতো আবহাওয়া ট্রয়ে লাইসেন্স প্লেট রিডার চুক্তি আরও পাঁচ বছরের জন্য নবায়ন ডেট্রয়েট ও ডিয়ারবর্নে গাড়ি চোরাচালান চক্রে আটজন অভিযুক্ত ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক ডেট্রয়েট পার্কে বন্দুকের মুখে নারীকে ধর্ষণ ডেট্রয়েটে অগ্নিকান্ডে একজন নিহত, দমকলকর্মী আহত বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রাইস্টেনসেন গ্রাহক ফেরাতে ম্যাকডোনাল্ডসের দাম কমানোর কৌশল

বৃটেনের কার্ডিফ শহরে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:৩৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০১:৩৪:১৭ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফ শহরে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
কার্ডিফ, ৮ সেপ্টেম্বর : বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মের সন্তানদের সঠিক আকিদায় ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে - দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কার্ডিফ।
মানুষের জীবনের সর্বক্ষেত্রে ইসলামি ইলমের গুরুত্ব অপরিসীম। এজন্য  বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে গতকাল ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রচুরসংখ্যক ছাত্র ছাত্রী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে  আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এর দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন হলো এই মাদ্রাসার।
ছাত্র ছাত্রীদের একে অন্যের সাথে পরিচিতি পর্ব শেষে জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান এর  যথাক্রমে সুরা ফাতিহা ও সুরা ইখলাস মশক্ব প্রদানের মাধ্যমে উদ্বোধনী ক্লাস উন্মোচন করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক ও  জেনারেল সেক্রেটারি  মাওলানা আসাদুল ইসলাম এবং দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি  ও কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার সভাপতি ও  কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্  
মাদ্রাসার সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী  সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 
এছাড়াও মহতী মাহফিলে উপস্থিত হয়ে উন্মুক্ত আলোচনায় অংশনেন  আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির, অজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান ও মাইন উদ্দিন আহমেদ সহ প্রমুখ অবিভাবকবৃন্দ। 
বক্তারা কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে বলেন, মানুষের জীবনের সর্বক্ষেত্রে ইলমের গুরুত্ব অপরিসীম। দুনিয়াতে অনেক ইলম রয়েছে, যা সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়। তবে দ্বীনি ইলম তথা মানুষের স্রষ্টা, সৃষ্টির উদ্দেশ্য ও শেষ পরিণাম সম্পর্কে সকল মানুষের জানা আবশ্যক। এজন্য আল্লাহ রাববুল আলামীন দ্বীনী ইলম অর্জনকে ফরয করেছেন।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠা করায় কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। প্রথম দিনেই উপস্থিতি ছিলো আশাব্যঞ্জক।  অনেক অবিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করানোর পাশাপাশি,আগামী দিনে এই দ্বীনি প্রতিষ্ঠান এর অগ্রযাত্রায় উপস্থিত সবাই সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন। উল্লেখ্য প্রতি শনিবার ও রবিবার সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত ক্লাস হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃটেনের কার্ডিফ শহরে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

বৃটেনের কার্ডিফ শহরে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত