কেভিন জন বুকানন/Macomb County Prosecutor's Office
ওয়ারেন, ৮ সেপ্টেম্বর : শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে ওয়ারেনের ৩৬ বছর বয়সী কেভিন জন বুকাননের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তাকে ৩৭তম জেলা আদালতে হাজির করা হয়।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের অফিস জানায়, তার বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনমূলক সামগ্রী রাখা ও কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। আদালত তার বন্ড ২ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেছে। আগামী ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।
প্রসিকিউটর পিটার লুসিডো বলেন, “যারা এসব সামগ্রী রাখেন তারা শুধু দর্শক নন, তারা নির্যাতনের চক্রকে ইন্ধন দেন। দুর্বল শিশুদের সুরক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
দোষী সাব্যস্ত হলে বুকানন সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, আর শিশু যৌন নির্যাতনমূলক সামগ্রী রাখা ও কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগে অতিরিক্ত সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan