হবিগঞ্জ, ১০ সেপ্টেম্বর : প্রেম, দ্রোহ ও মানবতার কবি, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক মনসুর আহমেদের জন্মদিন আজ। তিনি ১৯৮৫ সালের ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চুনারুঘাট উপজেলার রানীরকোট (কিরতাই) গ্রামে জন্মগ্রহণ করেন।
আধুনিক বাংলা কবিতায় প্রেম, দ্রোহ ও রাজনীতির সমন্বয়ে এক অনন্য কাব্যভাষা নির্মাণ করে যাচ্ছেন তিনি। কবিতার পাশাপাশি ছোটগল্প, শিশুতোষ গল্প, প্রবন্ধ ও সাংবাদিকতায় রেখেছেন সমান ভূমিকা।
শুধু সাহিত্য নয়, কিশোর বয়সেই সহপাঠীদের নিয়ে এলাকায় গড়ে তুলেছিলেন ক্রীড়া সংগঠন। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন হিতৈষী ফাউন্ডেশন ও হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন-এর মতো সংগঠনের। একজন উদ্যোক্তা হিসেবেও সাফল্যের পরিচয় দিয়েছেন মনসুর আহমেদ। তিনি প্রতিষ্ঠা করেছেন প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন এবং ফ্যাশন হাউস উনিশ কুড়ি বুটিকস।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ফিরে এসো, বুকপকেটে ভালোবাসা; শিশুতোষ ছড়ার বই ভূতের বাড়ি যাচ্ছে পরী; সম্পাদিত গ্রন্থ অনুভবের ছোঁয়া, একাত্তরের গল্প ও মুক্তিপত্র। এছাড়া তিনি নিয়মিত সম্পাদনা করেছেন সাহিত্যের ছোটকাগজ ত্রৈমাসিক শব্দকথা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan