আমেরিকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্লু ওয়াটার ব্রিজে ৪৪ মিলিয়ন ডলারের কোকেন জব্দ : দুইজন গ্রেপ্তার হ্যামট্রাম্যাকে প্রাইড পতাকা নিষিদ্ধ, বিচারক বললেন বৈধ ৯/১১ হামলার ২৪তম বার্ষিকীতে মেট্রো ডেট্রয়েটে স্মরণ অনুষ্ঠান ওয়ারেন শহরে মসজিদ ভাঙচুর, ঘৃণামূলক অপরাধে তদন্ত শুরু ঢাবি ডাকসু : ভিপি-জিএস-এজিএস তিন পদেই শিবির-সমর্থিত জোটের জয় ‘নেপো কিড’ ক্যাম্পেইনে কাঁপল নেপাল, ওলির বিদায় ক্যান্টনে বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক ডেট্রয়েটে রেস্তোরাঁর সামনে সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ১ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা বিস্ফোরণ, আহত ২, কুকুর নিহত ডেট্রয়েটে তাপমাত্রার উত্থান ও পতন, সপ্তাহের শেষে আবার উষ্ণতা সেন্ট ক্লেয়ার কাউন্টিতে প্রেমিককে গুলি করে হত্যা, প্রেমিকা অভিযুক্ত মিশিগানে পরিচয় চুরি ও জালিয়াতির  অভিযোগে তিনজন বিচারের মুখোমুখি ওয়ারেনে শিশু পর্নোগ্রাফি মামলায় এক ব্যক্তি অভিযুক্ত দুর্গাপূজায় মদ-গাঁজা চলবে না, ২৪ ঘণ্টা মণ্ডপে নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা হবিগঞ্জে কূপ সংস্কারের পর পাওয়া গেল নতুন গ্যাসের উৎস উত্তর-পশ্চিম মিশিগানে ছোট বিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট-যাত্রী পাওয়ারবল ড্র: মিশিগানের ভাগ্যে  মিলল মিলিয়ন ডলার পুরস্কার প্রখ্যাত চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী বদরুদ্দীন উমর আর নেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর চট্টগ্রামে সুন্নি-কওমি সংঘর্ষে ১৮০ জন আহত, ১৪৪ ধারা জারি

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের পিকনিক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৩:৩২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৩:৩২:০৯ পূর্বাহ্ন
গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের পিকনিক অনুষ্ঠিত
সেন্টার লাইন, ১০ সেপ্টেম্বর :মিশিগানের সেন্টার লাইন সিটির মেমোরিয়াল পার্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের পিকনিক-২০২৫। সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে দুপুর ৩টায় বেলুন ও প্লেকার্ড উড়িয়ে উভয় দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয় এবং পতাকা উত্তোলন করা হয়।
প্রথম পর্বের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় কোরআন তেলাওয়াত এর মাধ‍্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন প্রফেসর ড. মো: রফিক উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন সংগঠনের  উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: আনোয়ার হোসেন,  মোস্তফা আনোয়ার, মইন উদ্দিন, মৌলানা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল, লুৎফুর রহমান, ফিটজারেল হাই স্কুল বোর্ডের ট্রাস্টি ও খাজা ট্রাস্টের চেয়ারম্যান ড. খাজা শাহাব আহমদ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট এসোসিয়েশনের সাবেক সভাপতি  ওবায়দুল্লাহ বাবুল ও সাধারনসম্পাদক এড. দীপক চৌধুরী, বর্তমান সভাপতি নজরুল ইসলাম বদরুল ও সাধারণ সম্পাদক তরিক উদ্দিন, গ্রেটার জৈন্তার সাবেক সভাপতি  ওয়ালীউর রহমান, সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের সাধারণ চেয়ারম‍্যান মো: আব্দুল খালেক, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমদ, জৈন্তাপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,   চট্টগ্রাম ইউনিভার্সিটি এলামনাই এর সভাপতি সৈয়দ মইন দীপু , কাজী এবাদুল ইসলাম, নজরুল ইসলাম, জিনাত বেগম, মিলটন বডুয়া, মিসেস মিলটন, রতন বডুয়া, সাহেদ আহমদ, কর্নেল  হাসান, জসিম, মুরাদ, এড. সালাউদ্দিন। 
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব‍্য রাখেন—এলিজাবেথ জেনিসন সুপারিনটেনডেন্ট অব ফিজারেল স্কুল।  শুভেচ্ছা বক্তব‍্য রাখেন মূলধারার রাজনীতিকদের মধ‍্য থেকে রেবেকা ইসলাম, শাহীন, কাউন্সিলম‍্যান নাইম চৌধুরী, শাব্বির খান, সইফ উদ্দিন ভূইয়া, কাজী এবাদুল ইসলাম, নজরুল ইসলাম, ফয়সল আহমদ, দক্ষিণ সুরমার বাবুল আহমদ, মুক্তা আহমদ, মো. ফয়সল, শিমন, কাজী মঈন উদ্দীন, হাফেজ মৌলানা আব্দুল বছিত, মৌলানা আতিকুর রহমান, সাংবাদিক হেলার উদ্দিন রানা, ফয়সল আহমদ মুন্না ও পাপিয়া আক্তার, মোস্তফা কামাল , হিমেল বডুয়া ও মিসেস বডুয়া প্রমূখ। 
উপস্থিত ছিলেন  অধ‍্যাপক আমিনুল হক, মো: রমিজ উদ্দীন, শাহাজান রহমান মুফিজ, হেলাল আবেদীন, কামাল আবেদীন, মো: সুয়াইব, নিজাম উদ্দিন, আব্দুল হক, এস এম  জয়নাল, রায়হান, মাহদী, কোম্পানীগন্জ এসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম  ও সাধারণ সম্পাদক হাজী আব্দুর রকিব, জৈন্তাপুর এসোসিয়েশনের সাব্বির আহমদ, মো, সাব্বির, বেলাল আহমদ, শহীদ আহমদ, কামরুল ইসলাম, সাদেক, বদরুল, কানাইঘাট এসোসিয়শনের ফায়জুর রহমান, জয়নাল আহমদ চৌধুরী, এহসান চৌধুরী, মুজিবুর রহমান,  ইমাম বাসিত, সুলায়মান, খাজা ফরিদ, খাজা জুয়েল, খাজা নুর উদ্দিন প্রমূখ । 
এছাড়াও মহিলা নেতৃবৃন্দ  উপস্হিত ছিলেন। 
তৃতীয় পর্যায়ে মধ্যাহ্নভোজের পর শিশু, কিশোর, পুরুষ ও মহিলাসহ ২৫টি ইভেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৭৫ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
উপচে পড়া দর্শক ও অতিথিদের মধ্যে রাফেল ড্র-এর মাধ্যমে ফ্রিজ, টিভি, ল্যাপটপসহ আরও ২০টি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তৃতায় সভাপতি আবুল কালাম আজাদ সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়ে বৃহত্তর জৈন্তিয়ার ঐতিহ্যকে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের পিকনিক অনুষ্ঠিত

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের পিকনিক অনুষ্ঠিত