ওয়ারেন, ১২ সেপ্টেম্বর : প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সুপ্রভাত মিশিগান-এর স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলা প্রেসক্লাব অব মিশিগান।
এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ সাহেদুল হক ও সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, আমাদের সাংবাদিক সহকর্মী মৃদুল কান্তি সরকার তার মমতাময়ী মাকে হারানোর বেদনায় আমরা শোকাহত ও মর্মাহত। প্রয়াতার অবদান পরিবারের সদস্যদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan