নিউ জার্সি, ১৯ সেপ্টেম্বর : আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে নিউ জার্সি রাজ্যে ডেমোক্র্যাট পার্টি থেকে লে. গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেল ক্যালওয়েলের “মিট এন্ড গ্রিট” অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এগ হারবার সিটির একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির উদ্যোগে এবং সঞ্চালনা করেন পার্টির চেয়ারম্যান মাইক সুলেমান।
অনুষ্ঠানে ডেল ক্যালওয়েল নিউ জার্সি রাজ্যের উন্নয়নে তাঁর মিশন ও ভিশন সুধীজনদের সামনে তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি ভোটারদের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের নির্বাচিত করার জন্য আহ্বান জানান।
“মিট এন্ড গ্রিট” অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, অন্যান্য ডেমোক্র্যাট প্রার্থী, দলীয় কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan