ডেট্রয়েট, ২৩ সেপ্টেম্বর : মিশিগান রাজ্য পুলিশ (এমএসপি) জানিয়েছে, ডেট্রয়েটের লজ ফ্রিওয়েতে গাড়ির ভেতর যাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় এক চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসপি সেকেন্ড ডিস্ট্রিক্ট এক্স-এর এক পোস্টে বলা হয়, শনিবার রাত প্রায় ১১টার দিকে ওয়েস্ট গ্র্যান্ড বুলেভার্ডের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফার্মিংটন হিলসের ৪০ বছর বয়সী এক ব্যক্তি তার গাড়ি চালাচ্ছিলেন, আর যাত্রী ছিলেন অর্চার্ড লেকের ৪৪ বছর বয়সী এক মহিলা। গাড়ির ভেতর তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই মহিলা চালকের দিকে পানীয় ও মদের বোতল নিক্ষেপ করেন। এরপর চালক ছুরি বের করে তাকে একাধিকবার আঘাত করেন। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তকে ডেট্রয়েট ডিটেনশন সেন্টারে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন শেলবি টাউনশিপের মেইজার গ্যাস স্টেশনে ইউটিকার এক নারী ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন। গত সপ্তাহেই ইউনিভার্সিটি অব মিশিগান ক্যাম্পাসে আরেকটি ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan