আমেরিকা , মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা গ্র্যান্ড ব্ল্যাঙ্কে গির্জায় হামলা, নিহত ৪ মিশিগানে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ১৮ বছর বয়সী যুবক নিহত, তিনজন গ্রেপ্তার মিশিগানে স্বামী হত্যার মামলায় নারীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ওয়ারেনে অটো-প্ল্যান্টে যানবাহন চুরির অভিযোগে তিনজন অভিযুক্ত ডেট্রয়েট ফ্রিওয়েতে যাত্রীকে ছুরিকাঘাত, এক ব্যক্তি আটক মেয়রের ঘোষণায় ইতিহাসের  সূচনা : সাগিনাও পেল ‘মৃধা পিচ পথ’ শেলবি টাউনশিপে গ্যাস স্টেশনে  ছুরিকাঘাতে নারী নিহত, সন্দেহভাজন আটক দুর্গাপূজা : ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ডেট্রয়েটের ইয়েমেনি সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জ : ট্রাম্পের  ভ্রমণ নিষেধাজ্ঞা মিশিগানে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা, শুভ মহালয়া আজ  ইউনিভার্সিটি অব মিশিগানে ছুরিকাঘাত, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রচেস্টার স্কুলের পার্কিং লটে নারীর মৃতদেহ, তদন্ত চলছে জামায়াতসহ ছয় রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ আজ ঢাকায় ৩১৩ কোডের শেষের ঘণ্টা : ৬৭৯ কোডে  অক্টোবর থেকে ১০-সংখ্যার ডায়ালিং শুরু সাউথ লিওন স্কুলে সাইবার আক্রমণে ক্লাস দ্বিতীয় দিনও স্থগিত ওয়েইন কাউন্টিতে ২০২৫ সালে প্রথম ওয়েস্ট নাইল ভাইরাস মৃত্যু

শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১১:০৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১১:০৮:৫৪ পূর্বাহ্ন
শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন
ওয়ারেন, ২৭ সেপ্টেম্বর : বছরব্যাপী অপেক্ষার অবসান ঘটিয়ে প্রবাসী বাঙালির প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব আজ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষার পর দেবীর বোধন ও ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে পূজোর ঢাকে পড়বে কাঠি এবং প্রবাসী বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়বে।
দুর্গা শব্দের অর্থ হলো “বদ্ধ স্থান”, যা মানুষের দুঃখ, কষ্ট ও ভয়ের আবদ্ধতা থেকে মুক্তি দেয়। শাস্ত্রকাররা আরও উল্লেখ করেছেন, দুর্গা দুঃখের মাধ্যমে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন এবং ভক্তদের ডাকলে কষ্ট দূর করেন। হিন্দু পুরাণ অনুযায়ী দুর্গাপূজার মূল সময় বসন্তকাল। তবে শরৎকালে এই পূজা অনুষ্ঠিত হয়, যা ‘অকালবোধন’ নামে পরিচিত। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেবীকে গিরিরাজ হিমালয়ের কন্যা ও পর্বতের অধিষ্ঠাত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে। পরবর্তী অধ্যায়ে তিনি দশভূজা হিসেবে দানব দুর্গকে পরাস্ত করে ‘দুর্গা’ নামে পরিচিত হন।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। ব্রহ্মার নির্দেশে ভগবান রামচন্দ্র রাবণ বধ ও সীতার উদ্ধার উদ্দেশ্যে শরৎকালে দেবীর পূজা করেছিলেন। সেই থেকে শরৎকালের দুর্গাপূজা প্রথা প্রচলিত হয়েছে।
এদিকে মিশিগানসহ পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে থাকা বাঙালি সনাতন সম্প্রদায়ের ঘরে ঘরে এখন উৎসবের আনন্দ বইছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, এটি প্রবাস জীবনে বাঙালিদের জন্য এক অনন্য সামাজিক মিলনমেলার উপলক্ষ। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে একত্রিত করে তোলে এই আয়োজন।
মিশিগান জুড়ে পূজার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পূজামণ্ডপগুলো মুখরিত হবে ঢাক-ঢোল, কাঁসা ও শঙ্খের আওয়াজে। উল্লেখযোগ্য মন্দিরগুলোর মধ্যে রয়েছে মিশিগান শিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল, রাধাকৃষ্ণ টেম্পল এবং বিচিত্রা। এছাড়াও ট্রয়, ক্যান্টন, পন্টিয়াকসহ আশেপাশের শহরগুলোতে প্রবাসী হিন্দুরা মেতে উঠেছেন নবরাত্রির উৎসবে।
এদিকে পূজাকে ঘিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি আয়োজন করা হয়েছে নাচ, গান, আরতি, নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসের মাটিতে থেকেও এই উৎসবকে ঘিরে তৈরি হয়েছে এক প্রাণবন্ত আবহ। মন্দিরে মন্দিরে নির্মিত হচ্ছে নান্দনিক তোরণ, চারপাশে জ্বলে উঠেছে আলোকসজ্জা। বাহারি সাজে সজ্জিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।
এবারের শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করতে মিশিগানে আগমন করছেন ভারতের জনপ্রিয় শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন মহুয়া বানার্জি, অভিক দেব, স্নেহা ভট্টাচার্য, আলবার্ট কাবো, রথিজিৎ ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্য, জয় সরকার, লোপামুদ্রা, শাশ্বতী মল্লিক, সহ আরও অনেকে। এছাড়াও স্থানীয় শিল্পীরাও উৎসবে অংশগ্রহণ করছেন।
আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর বোধন। বোধনের পর ষষ্ঠীপূজা, কল্পারম্ভ এবং দেবী দুর্গার আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর দ্বিতীয় দিন রোববার (২৮ সেপ্টেম্বর) মহাসপ্তমী পূজা, সোমবার সকাল মহাঅষ্টমী পূজা, মঙ্গলবার নবমী পূজা এবং পরদিন বুধবার সকাল পূজা সমাপন ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিন ব্যাপী এই শারদীয় উৎসব। রাতে অনুষ্ঠিত হবে সিদুর খেলা ও শান্তিজল গ্রহণ অনুষ্ঠান। এই আবেগঘন আয়োজনের মধ্য দিয়েই পর্দা নামবে প্রবাসী বাঙালির প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসবের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স