
গত ২৭ সেপ্টেম্বর শনিবার মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এক অক্টোবর, বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বছরের দুর্গোৎসবের। ধর বাড়ির পুজোর এবারের থিম ছিল ‘অমরনাথ’। দেবমন্দিরের সেই অনন্য আবহ সযত্নে ফুটিয়ে তোলা হয়েছিল পূজামণ্ডপে, যা সব বয়সী পূজারীদের মন কেড়েছে।
উৎসবের বিভিন্ন আয়োজনে ছিল পুজো অর্চনা, অঞ্জলি প্রদান, ধুনুচি নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরণ। সকাল থেকে রাত পর্যন্ত ধূপ-ধুনো, ঢোল-করতাল আর উলুধ্বনিতে মুখরিত থাকে প্রাঙ্গণ। ভোজনরসিকদের জন্য ছিল আলাদা ফুড কোর্ট, যেখানে সিঙ্গারা, ফুচকা, চা, মিষ্টি, চনা, মুড়ি ও পিঁয়াজুর আয়োজন ছিল বিশেষ আকর্ষণ।

আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ-পোশাকে ধর বাড়ির দুর্গোৎসব পরিণত হয়েছিল রঙিন শারদোৎসব প্রাঙ্গণে। প্রবাসী হিন্দুদের কাছে এই পুজো যেন হয়ে ওঠে প্রাণের মিলনমেলা, যেখানে সব পথ এসে মিলেছে আনন্দযজ্ঞে।