আমেরিকা , রবিবার, ০৪ জুন ২০২৩ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মিশিগানের উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা ডেট্রয়েটের ইনসিনারেটর স্মোকস্ট্যাক বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হবে অনলাইনে পরিচিত হওয়া দুই নারীকে ধর্ষণের অভিযোগ ওয়ারেন বাসিন্দা অভিযুক্ত ম্যাকম্ব কাউন্টির মেয়েকে যৌন নিপীড়ন : এক ব্যক্তির ৫০ বছরের জেল আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না, আরও মহাদেশ আছে : প্রধানমন্ত্রী ওয়েস্টল্যান্ডে গোলাগুলির ঘটনায় ২জন হতাহত হাইল্যান্ড পার্ক মোটেল থেকে নারীর লাশ উদ্ধার ১০ বছর বয়সী বালকের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ ডাউনটাউনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নারীর মৃত্যু রেড ওকস, ওয়াটারফোর্ড ওকস ওয়াটার পার্কগুলি জুনের মাঝামাঝি খুলবে ডেট্রয়েটে বেকারত্ব রেকর্ডের সর্বনিম্ন হারে নেমে এসেছে ফুসফুসের ক্যান্সার শনাক্তে আগেভাগেই  পরীক্ষা চান কোরওয়েল হেলথ পালমোনোলজিস্টরা ওয়ারেনে উৎসবমুখর আয়োজনে মাসুম  রিয়েল এস্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন বাজেট : দাম বাড়বে ও কমবে যেসব পণ্যের ৪ মিলিয়ন ডলারের 'ফুড স্ট্যাম্প জালিয়াতি চক্রের ৩ জন গ্রেপ্তার পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যুতে মা অভিযুক্ত  গাড়ি দুর্ঘটনায় ২জন হতাহত : ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব অনুমোদন মিশিগানে অবৈধ অভিবাসীদের ড্রাইভিং  লাইসেন্স দেওয়ার অনুমোদন নিয়ে বিতর্ক

নতুন মার্কিন ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে : মোমেন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ০২:১০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ০২:১০:৫৭ পূর্বাহ্ন
নতুন মার্কিন ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে : মোমেন
ঢাকা, ২৫ মে (ঢাকা পোস্ট) : সরকারের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সহায়ক হতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর ঢাকা পোস্টকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন বার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন বলেন, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে যাতে কেউ জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে বাধাগ্রস্ত না করতে পারে, তার জন্য মার্কিন সরকারের ভিসানীতি আমাদের সহায়ক হতে পারে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে আমি আজ ইমিগ্রেশন অ‌্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২ (এ) (৩) (সি) (৩সি) ধারার আওতায় নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র।
বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা/কর্মচারী, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নতুন এই নীতির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
পরে বাংলাদেশের মার্কিন দূতাবাস থেকে দেওয়া এ সম্পর্কিত এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে- ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা।
ব্লিনকেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সবার। যারা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি।
গত ৩ মে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের ব্যাপারে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বলে বিবৃতিতে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩