আমেরিকা , শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইস্টপয়েন্টে কিশোরীকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেপ্তার ১ ডেট্রয়েটে ভোররাতে তিন গাড়ির সংঘর্ষে নারী নিহত, আহত দুই অবার্ন হিলসে আই-৭৫-এ পথচারী নিহত, তদন্তে পুলিশ বেল আইলে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিগেটর অবশেষে ধরা পড়ল পুলিশের কিশোরী সেজে ফাঁদ, ধরা পড়লেন যৌন অপরাধী সিনাই-গ্রেস হাসপাতালে যৌন নির্যাতন :  ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি বিচারকের নির্দেশে উচ্চ আদালতে ব্যাংক ডাকাতি মামলা ডেট্রয়েটে শিশু দারিদ্র্য রেকর্ড উচ্চতায় : অর্ধেকেরও বেশি শিশু দারিদ্র্যের নিচে ফেডারেল তদন্তে ডেভিড টেলরের গির্জা  থেকে সোনা, নগদ অর্থ ও যৌন ভিডিও উদ্ধার কানাডা-মার্কিন প্রবেশ বন্দরে সিস্টেম বিভ্রাট মাউন্ট ক্লেমেন্সে পতিতাবৃত্তি মামলায় ট্রয়ের নারীকে দুই মাসের কারাদণ্ড টরন্টোয় ইতিহাস রচিত : প্রথমবারের মতো উডবাইন বিচে মা দুর্গার বিসর্জন! ডেট্রয়েটের রোজা পার্কস ট্রানজিট সেন্টারে গুলিবিদ্ধ ১, আটক ২ বিদায়ের বেদনায়ও উল্লাস: মিশিগানে উমার বিদায় মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা গ্র্যান্ড ব্ল্যাঙ্কে গির্জায় হামলা, নিহত ৪ মিশিগানে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ১৮ বছর বয়সী যুবক নিহত, তিনজন গ্রেপ্তার

লন্ডনে পাঠন্মোচন: “আজকের শতাব্দী”  বিশেষ সংখ্যা ও কাব্যসংকলন উন্মোচিত

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৬:৪৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৬:৪৩:২৭ অপরাহ্ন
লন্ডনে পাঠন্মোচন: “আজকের শতাব্দী”  বিশেষ সংখ্যা ও কাব্যসংকলন উন্মোচিত
লন্ডন, ৪ অক্টোবর : গতকাল শুক্রবার বিপুলসংখ্যক সাহিত্যনুরাগী, সুধীজন ও শুভার্থীদের উপস্থিতিতে লন্ডনে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ব্যতিক্রমী আয়োজন “পাঠন্মোচন, লেখক-শুভার্থীর কথা” শীর্ষক প্রীতিসভা। অনুষ্ঠানে মুহাম্মদ শাহেদ রাহমান সম্পাদিত “আজকের শতাব্দী” ম্যাগাজিনের ড. আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং কাব্যসংকলন “বিলেতে কবিতা লিখার আগে” এর আনুষ্ঠানিক প্রকাশনা সম্পন্ন হয়। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পূর্ব লন্ডনের পিউর চা-ই ক্যাফের সেমিনার হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি ব্রিটিশ বাংলাদেশি সাহিত্যনুরাগী, শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মুহাম্মদ ইসলাম।  এ প্রীতিসভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট ও  ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইর্টার্স এসোসিয়েশনের যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ সাজিদুর রহমান।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “ আজকের শতাব্দী “ ম্যাগাজিনের সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।  অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী এবং ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইর্টার্স এসোসিয়েশনের সদস্য সচিব কবি মিজানুর রহমান মীরু। 
“আজকের শতাব্দী” ম্যাগাজিনের ডক্টর আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং প্রকাশিত কাব্য সংকলন “ বিলেতে কবিতা লিখার আগে” গ্রন্থটি প্রধান অতিথি উপস্থিত সকল লেখক, শুভাকাঙ্খীদের নিয়ে আনুষ্ঠানিক পাঠন্মোচন করেন। 
পরে লেখক-শুভার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেটস্ এর সাবেক স্পিকার আহবাব হোসাইন, জনপ্রিয় অভিনেতা ও লেখক স্বাধীন খসরু, প্রবীন সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, বিশিষ্ট ছড়াকার দিলু নাসের, কবি মাশূক ইবনে আনিস, কবি মজিবুল হক মনি, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল মালিক খোকন, সাংবাদিক সাঈম চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ, সৈয়দা নাজনীন সুলতানা ( শিখা), আমিনা আলী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারী এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহ-সভাপতি জামাল আহমেদ খান, জুবায়ের আহমেদ, সাবেক ট্রেজারার এস কে এম আশরাফুল হুদা, মুহাম্মদ সালেহ আহমেদ, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, এসিসটেন্ট ট্রেজারার কবি হাফসা নূর, এসিসটেন্ট সেক্রেটারী মির্জা আবুল কাসেম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী এ রহমান অলি, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, কবি ফয়জুর রহমান ফয়েজ, এনএল২৪ এর উপস্থাপক নূরুন্নবী আলী, আলোকচিত্র শিল্পী নাহিদ জায়গীরদার ও শামীম আশরাফ প্রমুখ।  অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ইমদাদুন খান, কবি আসমা মতিন, কবি ফায়সাল আইয়ুব ও আবৃত্তিশিল্পী ফাহমিদা দীপা। 
এ প্রীতিসভায় বক্তারা বলেন, গবেষণা, সাংবাদিকতা, কমিউনিটির জন্য সৃষ্টিশীল, সৃজনশীল কাজে সময়, মেধা ও শ্রম ব্যয় করে জীবনের একটি দীর্ঘ অধ্যায় পার করেছেন ডক্টর আনসার আহমেদ উল্লাহ। সম্প্রতি বিলেতের বর্ণবাদ নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। তাঁর এ সফলতায় জীবদ্দশায় সম্মান জানাতে গিয়ে “ আজকের শতাব্দী” কাগজের একটি বিশেষ সংখ্যা প্রকাশ হওয়ায় বক্তারা ম্যাগাজিনের সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান ও তার টিম, আয়োজকদের এরকম সৃজনশীল কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। 
বিলেতের সাহিত্যচর্চা নিয়ে বক্তারা আরো বলেন, মানুষের ইতিহাস এবং সাহিত্য চর্চা ঠিক একই পায়ে হেঁটে আজকে যেখানে মানুষের অবস্থান ঠিক সেখানেই সাহিত্য চর্চারও অবস্থান। সেই গুহাবাস যুগে মানুষ তার ভেতরকার সৃষ্টিশীলতাকে ফুটিয়ে তুলেছেন এবং আজকের প্রবাস জীবনেও বিলেতবাসীরা সাহিত্য, কাব্য চর্চা ভুলে যাননি। অনেকেই প্রবাসে সুখ-দুঃখ, আনন্দের মধ্যে কবিতার বাসর সাজান দিবসরজনী। যার প্রমাণ আজকের বিলেতে সতরো কবির কবিতা নিয়ে প্রকাশিত বিলেতে কবিতা লিখার আগে “ এই কাব্য সংকলনটি, যা সবার দৃষ্টি কেড়েছে। অসাধারণ, মননশীল এ কাব্য সংকলনের প্রচ্ছদ এঁকেছেন  ধ্রুব এষ, উপস্থিত সবার প্রতি, সম্পাদক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর আনসার আহমেদ উল্লাহ আবেগে আপ্লুত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।  তিনি দীর্ঘ বক্তৃতায় আশির দশক থেকে শুরু করে এ পর্যন্ত বিলেতে বর্ণবাদ, বিভিন্ন ঘটনা, ইতিহাস ঐতিহ্যের নানা চিত্র গবেষণার আলোকে তা তুলে ধরেন। 
উল্লেখ্য, সুলেখক মুহাম্মদ শাহেদ রাহমান সম্পাদিত “ আজকের শতাব্দী” ম্যাগাজিনের ডক্টর আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যায় যাঁরা লিখেছেনতাঁরা হলেন- ড. সাম হালবরসন, প্রফেসর আলাসতেইর ওউনস, প্রফেসর জন ইয়াড, ড. ক্রিস টান্গ, জালাল রাজন উদ্দিন, ড. সিন কেরিই, সুজিত সেন, মতিয়ার চৌধুরী, সুনাহর আলী, আসাদ আহমেদ, জুলি বেগম, রুহেলা বেগম রাহমান, স্বাধীন খসরু, শামীম আজাদ, হামিদ মোহাম্মদ, মাহমুদ এ রউফ, নজরুল ইসলাম বাসন, সৈয়দ আনাস পাশা, ফারুক আহমদ, মো. সাজিদুর রহমান, আহাদ চৌধুরী বাবু, সুজন মিয়া, সৈয়দ আবুল মনসুর লিলু, আব্দুল মালিক খোকন, পুস্পিতা গুপ্তা , সৈয়দা নাজনীন সুলতানা শিখা, সরাফ আহমেদ, মোঃ মনজুর রহমান, মির্জা আবুল কাসেম, এস কে এম আশরাফুল হুদা ও শাহ মোস্তাফিজুর রহমান বেলাল। 
প্রকাশিত কাব্য সংকলন “ বিলেতে কবিতা লিখার আগে “ সংকলন ও সম্পাদন করেছেন মুহাম্মদ শাহেদ রাহমান। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশনায় অক্সফোর্ড বাংলা পাবলিকেশন, (সংলাপ মিডিয়া গ্রুফ লিনিটেডের একটি মননশীল প্রকাশনা প্রতিষ্ঠান) ১৩৩ নিউরোড, পূর্ব লন্ডন, ইউকে।
এ সংকলনে বিলেতের সতেরোজন কবি কবিতা লিখেছেন। তাঁরা হলেন কবি অধ্যাপক নুরুজ্জামান মনি, হামিদ মোহাম্মদ, মজিবুল হক মনি, দিলু নাসের, মাশূক ইবনে আনিস, লুৎফুর রহমান কামালী, মুজিব ইরম, জওয়াহের হোসেন, মুহাম্মদ শাহেদ রাহমান, মিজানুর রহমান মীরু, ফয়েজুর রহমান ফয়েজ, ফায়সাল আইয়ুব, সিতু মিয়া কামালী, ফাহমিদা ইয়াসমিন, দেবার্ঘ্য চক্রবর্তী, মুহাম্মদ সালেহ আহমদ ও সালমা বেগম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে পাঠন্মোচন: “আজকের শতাব্দী”  বিশেষ সংখ্যা ও কাব্যসংকলন উন্মোচিত

লন্ডনে পাঠন্মোচন: “আজকের শতাব্দী”  বিশেষ সংখ্যা ও কাব্যসংকলন উন্মোচিত