সিলেট, ৭ অক্টোবর : দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan