ম্যাকম্ব কাউন্টি, ৮ অক্টোবর : লেক সেন্ট ক্লেয়ার মেট্রোপার্কে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ২৩ বছর বয়সী আব্দুলনাসার মুথানার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করা হয়েছে।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের মুখপাত্র এস্থার উলফ জানান, অভিযোগকারী ১৫ বছর বয়সী মেয়েটি আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত না হওয়ায় মামলাটি বাতিল করা হয়।
২৫ সেপ্টেম্বর, ৪১বি জেলা আদালতের বিচারক সেবাস্তিয়ান লুসিডো পক্ষপাতদুষ্টতার কারণে মামলাটি খারিজ করেন। তবে আদালত জানিয়েছে, ভুক্তভোগী ভবিষ্যতে সাক্ষ্য দিতে রাজি হলে অভিযোগটি পুনরায় দায়ের করা যেতে পারে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan