আটলান্টিক সিটি, ৯ অক্টোবর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে গত ৭ অক্টোবর, মংগলবার শ্রীশ্রী গীতা সংঘের উদ্যোগে পোমনাস্থ বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সংগীত রজনীর।
সন্ধ্যা নামতেই প্রবাসী সংগীত পিপাসুদের সব পথ গিয়ে যেন মিশেছিল বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে। সংগীত অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে গীতা সংঘের সাধারন সম্পাদক স্বরূপ দাশ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালকের আহ্বানে একে একে মঞ্চে এসে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন সারেগামাপা ও সুপার সিঙ্গার খ্যাত ভারতীয় সংগীত শিল্পী অভিষেক সিনহা চৌধুরী ও সারেগামাপা ও রাইজিং স্টার মুম্বাই খ্যাত সংগীতশিল্পী শিল্পী শ্রেয়সী ভট্টাচার্য ।
শিল্পীদ্বয় একক ও দ্বৈত কণ্ঠে হারানো দিনের বাংলা ও হিন্দি গান পরিবেশন করে দর্শকদের নস্টালজিক করে তোলেন। শ্রোতারাও শিল্পীদের পরিবেশনার সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।রাত গভীর হওয়ার পরও শ্রোতাদের আনন্দ-উচ্ছ্বাসে কোন কমতি ছিল না।
গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত সমাপনী বক্তব্য রাখেন। সংগীত অনুষ্ঠান শেষে শ্রোতারা মনোজ্ঞ সংগীত রজনী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan