ওয়ারেন, ১২ অক্টোবর : প্রথমবারের মতো মিশিগানে আয়োজন করা হচ্ছে এক অনন্য সাহিত্য ও সংস্কৃতির উৎসব “১ম মিশিগান বইমেলা”। এ উপলক্ষে আজ রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ওয়ারেন সিটির ১১৭০১ ইস্ট টুয়েলভ মাইল রোডে বইমেলার কার্যকরী কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বইমেলার আহ্বায়ক দেবাশীষ মৃধা।
মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে এই প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য “মিশিগান বইমেলা” আগামী ৮ ও ৯ নভেম্বর (শনিবার ও রবিবার) ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই বইমেলাকে কেন্দ্র করে সাজানো হয়েছে নানা বর্ণিল আয়োজন। এর মধ্যে রয়েছে কবিমেলা ও সাহিত্য আলোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণিত প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “অর্থহীন”-এর লাইভ কনসার্ট (টিকিট প্রযোজ্য শুধুমাত্র কনসার্টের জন্য)। সাথে থাকবে সুস্বাদু দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের দোকান, এবং বইপ্রেমীদের মিলনমেলা।
বইমেলা আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাহিত্যিক ও সাংস্কৃতিক চেতনা বিস্তারের লক্ষ্যেই এই আয়োজন। তাঁরা মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে অবস্থানরত বাঙালি পাঠক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক সবাইকে এই মিলনমেলায় যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan