ওয়ারেন, ১৪ অক্টোবর : কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে গত রবিবার বিকেলে গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহরের আলিফ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী জামাল। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফ বাবু। সংগঠনের সেক্রেটারি আরিফ রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আজহারুল চৌধুরী, সফিউল আলম, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ ওয়াহিদ, মো. শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রনি, মো. গিয়াস উদ্দিন, নিয়াজুল চৌধুরী, মো. নাজমুল ইসলাম, মো. শরিফুল হোসেন, শাওন আরিফুল ইসলাম, রাসেল সাজ্জাদসহ আরও অনেকে।
বক্তারা কুমিল্লাকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করার দাবি জানান। তারা বলেন, বৃহত্তর কুমিল্লা শুধু একটি জেলা নয়, এটি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় ভূমি। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, সমাজসেবক ও ব্যবসায়ী মহেশচন্দ্র ভট্টাচার্য্য, সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ, ভাষাসৈনিক আখতার হামিদ খান ও রাজনীতিক মোহাম্মদ আবুল হাশেমসহ বহু গুণীজনের জন্ম এই কুমিল্লাতেই। বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় কুমিল্লাবাসীর অবদান অনস্বীকার্য। বিশেষত প্রবাসী কুমিল্লাবাসী বর্তমানে বৈদেশিক রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই কুমিল্লাকে বিভাগ ঘোষণার ন্যায্য ও যৌক্তিক দাবিটি যেন সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করে এমন আহ্বান জানান তারা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan