আটলান্টিক সিটি, ২৫ মে : কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মর্মান্তিক হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী স্মরণে আটলান্টিক সিটিতে স্মরণসভা ও আন্তঃধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিটি হলের সামনের কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত স্মরণসভায় আটলান্টিক সিটি কাউন্সিলের সভাপতি অ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক কাউন্টির কমিশনার কারেন ফিৎজপেট্রিক , ফাদার ষ্টেফারড মিলার, ইমাম আমিন মোহাম্মদ, জোনাথন ক্রেমার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটি কাউন্সিলের সহসভাপতি কলিম শাহবাজ এর উদ্যোগে এই স্মরণ সভা ও আন্ত:ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়। কলিম শাহবাজের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এধরনের গর্হিত কাজ চিরতরে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। জর্জ ফ্লয়েডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় দুই মিনিট
নীরবতা পালন করা হয় ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan