জীবননগর (চুয়াডাঙ্গা), ১৮ অক্টোবর : জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাসাদহ ২–১ গোলে শাখারিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে মিনাজপুর হাই স্কুল মাঠে মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদির, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, “সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধি। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে নয়, মেধাকেও বিকশিত করে। যে কেউ খেলাধুলার আয়োজন করলে আমরা সবসময় তাদের পাশে থাকব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মিলন হোসেন, মো. সোহেল রানা, মহসিন আলী সহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan