গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন
-
আপলোড সময় :
২৬-০৫-২০২৩ ১২:০৬:৩৮ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
২৬-০৫-২০২৩ ১২:০৬:৩৮ পূর্বাহ্ন
গাজীপুর, (ঢাকা) ২৬ মে : বড় ধরনের চমক দেখিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাজিমাত করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়ে গাজীপুর সিটির প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামে গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। জায়েদা খাতুন হলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর জায়েদাই হলেন মহানগরীর তৃতীয় মেয়র।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স