আটলান্টিক সিটি, ২৩ অক্টোবর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে আগামী ৪ নভেম্বর, (মঙ্গলবার) অনুষ্ঠেয় আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী টিম স্মলের প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভা গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, রানা কবীর,আব্দুর রফিক, সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমেদ, সুব্রত চৌধুরী, আহসান হাবীব, রহমান বাবুল, মনিরুজামান মনির, গিয়াসউদদীন, মনির, আসিফ, লিখন, আলী, মোমিনুল হক মামুন, বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, ফরহাদ সিদ্দিকী, জয়ন্ত সিনহা, মামুন, মাহমুদ, সেজান, জাকির, সৈয়দ শহীদ প্রমুখ ।
সভায় বক্তারা আগামী ২৫ অক্টোবর,শনিবার থেকে শুরু হতে যাওয়া আগাম ভোট প্রদানে ভোটারদের আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা আরো বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের ফলে টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে ।এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনতে হবে।
তিনি আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সবাইকে বি কলামে এবং স্কুল বোর্ডের প্রার্থীদের ১,২,ও ৩ নম্বরে ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, টিম স্মলের প্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক্যাশওয়ান ম্যাকিনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি,বেংগল ক্লাব সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan