ছবি: সংগৃহীত
ঢাকা, ২৪ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের নতুন কনস্যুলেট চালুর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যাতে নতুন কনস্যুলেটটি শুরু থেকেই অনলাইনভিত্তিক আধুনিক সেবা প্রদান করতে সক্ষম হয়। নাগরিকরা যেন সহজে ডিজিটাল মাধ্যমে সকল কনস্যুলার সেবা পান—এটি সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।”
বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস রয়েছে ওয়াশিংটনে। পাশাপাশি কনস্যুলেট অফিস রয়েছে নিউইয়র্ক, হিউস্টন (টেক্সাস), লস এঞ্জেলেস (ক্যালিফোর্নিয়া), মায়ামি (ফ্লোরিডা) এবং নিউ অরলিন্স (লুইজিয়ানা)-এ। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনও কার্যক্রম চালাচ্ছে।
ডেট্রয়েটে নতুন কনস্যুলেট চালুর মাধ্যমে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও দ্রুত ও সহজে সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :